• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:২৪    ঢাকা সময়: ২৩:২৪

বেবি বাম্প নিয়ে কটাক্ষের শিকার স্বরা

দেশকন্ঠ প্রতিবেদন : ‌সম্প্রতি মা হওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর বিয়ের চার মাসের মাথায় ভক্তদের সুখবর জানান এই অভিনেত্রী। অক্টোবর মাসেই আসতে চলেছে এই দম্পতির সংসারে নতুন সন্তান। এই ঘোষণার পর বেবি বাম্প নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেই কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী। বেবিবাম্প নিয়ে প্রথমবার বিমানসফর করছেন তিনি। তার সেই ছবি প্রকাশ পেতেই নেটিজেনরা নানা আপত্তিকর মন্তব্য করেছেন। 
 
শনিবার বিমানবন্দরে স্বরা ভাস্করকে দেখতেই পাপারাজ্জিরা ঘিরে ধরেন। বেবিবাম্প নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। খুশি মনেই স্বরা বলেন, ‘প্রথমবার বেবিবাম্প নিয়ে ট্রাভেল করছি।’এসময় অভিনেত্রীর পরনে ছিল কালো শর্টড্রেস। চোখে-মুখে মাতৃত্বের লাবণ্য ঝরে পড়ছে। কিন্তু এরপরও স্বরাকে শুনতে হয়েছে ভিন্ন ধর্মে বিয়ে করায় নানা কটু কথা। কটাক্ষ করে কেউ বলেছেন, ‘হিজাব কোথায়?’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘এটা লাভ জিহাদের সন্তান। লাভ জিহাদের জীবন্ত উদাহরণ।’ মুসলিম যুবক ফাহাদ আহমেদকে বিয়ে করায় এসব মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে। যদিও তিনি সেই সকল নিন্দুকদের কথার জবাবে কিছুই বলেননি। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।