দেশকন্ঠ ডেস্ক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। প্রতিবছর দেশের নন্দিত তারকাদের নিয়ে সাজানো হয় এই অনুষ্ঠান। এবারো নতুন-পুরোনোর মিলনমেলায় সাজানো হয়েছে এই অনুষ্ঠান। আসছে ঈদুল আজহায় বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলায় থাকছেন চিত্রনায়িকা নূতন, অঞ্জনা, অপু বিশ্বাস, ফেরদৌস, ইমন ও রোশান।
আনন্দমেলায় অংশ নিয়ে অপু বিশ্বাস বলেন, আনন্দমেলা তো আমাদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। বাংলাদেশের ঘরে ঘরে এই অনুষ্ঠানের দর্শক।অনুষ্ঠানটিতে অংশ নিয়ে দারুণ আনন্দ পেয়েছি। এবারের আনন্দমেলায় থাকছে বেশ কিছু গানের চমক, তারকাদের নৃত্য পরিবেশনা এবং সমসাময়িক বিষয় নিয়ে মজার কয়েকটি স্কিড। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এস. এম. হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থনায় ঈদ আনন্দমেলা পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।