• সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:৩৯    ঢাকা সময়: ০৮:৩৯

হোয়াইট হাউসে রাজকীয় অভ্যর্থনা পেয়ে যা বললেন মোদি

দেশকন্ঠ প্রতিবেদন : ‌ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। এদিন মোদিকে রাজকীয় অভ্যর্থনা জানায় হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল সাদরে গ্রহণ করেন মোদিকে। উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ প্রমুখ। হোয়াইট হাউসের অফিশিয়াল ‘স্টেট অ্যারাইভাল সেরিমনি’তে মোদিকে সাউথ লনে নিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে দুই রাষ্ট্রনেতার আলিঙ্গন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্য বহন করে বলে মত অনেকের।
 
মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করে বাইডেন বলেন, ‘আপনার সহযোগিতার কারণে মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিকের লক্ষ্যে আরও শক্তিশালী হয়েছে। বহু দশক পরে মানুষ বলবেন, কোয়াড ইতিহাসের মোড় ঘুরিয়েছে বিশ্বের ভালো করার কারণে। মোদিও বাইডেনকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেনকে তার উষ্ণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনার বন্ধুত্বের জন্য প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়রা ভারতের উজ্জ্বলতাকে বাড়িয়ে দিচ্ছেন তাদের পরিশ্রম ও কাজে। আপনি আমাদের সম্পর্কের আসল শক্তি। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেসিডেন্ট বাইডেন ও ড. ডিল বাইডেনকে এই সম্মান তাদের দেওয়ার জন্য।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।