• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:০৬    ঢাকা সময়: ১৪:০৬

নিউইয়র্ক সময় ছাড়লেন দর্পণ কবীর

দেশকণ্ঠ অনলাইন : নিউইয়র্ক থেকে প্রকাশিত হলো আরো একটি নতুন সাপ্তাহিক। বাংলাদেশের স্বাধীনতা দিবস-২০২৪ ঘিরে ২৬ মার্চ পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ‘নিউইয়র্ক সময়’ নামের নতুন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশ জাকারিয়া মাসুদ জিকো। এদিকে পত্রিকাটির প্রথম সংখ্যা বাজারে আসতে না আসতেই প্রধান সম্পদকের পদ ছেড়ে দিয়েছেন কবি ও সাংবাদিক দর্পন কবীর। পত্রিকাটি প্রকাশের ২ দিন পরই তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। ঘটনাটি কমিউনিটিতে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। 
 
এ ব্যাপারে দর্পন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন মন্তব্য নয়, শুধু এটকু বলতে পারি যে ব্যক্তিগত ও পারিবারিক কারনে ‘নিউইয়র্ক সময়’ ছাড়লাম। আমি সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকুকে টেক্স ম্যাসেজের মাধ্যমে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।
 
উল্লেখ্য, জাকারিয়া মাসুদ জিকু নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল-এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। গত বছর এপ্রিল মাসে তিনি পত্রিকাটি বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজের কাছে বিক্রি করে দেন। এর প্রায় ১ বছর পর তিনি আবার এই নতুন পত্রিকা ‘নিউইয়র্ক সময়’ প্রকাশ করেছেন। আজকাল-এর আগে তিনি অধুনালুপ্ত সাপ্তাহিক এখন সময়-এর ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। 
দেশকণ্ঠ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।