• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৫:০২    ঢাকা সময়: ০১:০২
বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত ইমরানুর ও রাকিব

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৩

দেশকণ্ঠ অনলাইন : কুল-বিএসপিএ ২০২৩  বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় নাজমুল হোসেন শান্ত, ইমরানুর রহমান, শেখ মোরসালিনের সঙ্গে আছেন নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি।
 
বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময়  উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক সামন হোসেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান ও বাছাই উপ-কমিটির চেয়ারম্যান পরাগ আরমান।
 
২০২৩ সালের জন্য ১৬ ক্যাটাগরিতে ১৮ ক্রীড়াবিদ, কোচ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের সঙ্গে থাকছে অর্থ পুরস্কারও।
বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ছাড়া অন্যান্য ক্যাটাগরি হচ্ছে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার (নাজমুল হোসেন শান্ত), বর্ষসেরা নারী ক্রিকেটার (ফারজানা হক পিংকি), বর্ষসেরা ফুটবলার (রাকিব হোসেন), বর্ষসেরা অ্যাথলেট (ইমরানুর রহমান), সেরা বক্সার (সেলিম হোসেন), সেরা শুটার (কামরুন নাহার কলি), সেরা টেবিল টেনিস খেলোয়াড় (রামহিম লিয়ন বম), উদীয়মান ক্রীড়াবিদ (ফুটবলার শেখ মোরসালিন), বর্ষসেরা দল (অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল), সক্রিয় সংস্থা (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর), বর্ষসেরা কোচ (আলফাজ আহমেদ), বিশেষ সম্মাননা (মনজুর হোসেন মালু), তৃণমূল সংগঠক (মোয়াজ্জেম হোসেন, ভারোত্তোলন) এবং সেরা সংগঠক (হাবিবুর রহমান, কাবাডি)।
 
২১ এপ্রিল সাড়ে তিনটায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিতব্য কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।
দেশকণ্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।