• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১১:৫২    ঢাকা সময়: ২১:৫২

পুনরায় মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু

  • বিনোদন       
  • ২১ এপ্রিল, ২০২৪       
  • ১০৩
  •       
  • ০০:৩১:২৯

দেশকন্ঠ অনলাইন : বলিউডের অন্যতম তারকা জুটি বিপাশা বসু-করণ সিং গ্রোভারের সংসারে ইতোমধ্যেই দেবী নামের ছোট্ট এক মেয়ে রয়েছে। এবার তার সঙ্গী আনতেই আবারও মা হতে চলেছেন অভিনেত্রী!

নিউজ এট্টিনের প্রতিবেদন অনুযায়ী, দুই বছরের মধ্যেই কি আবারও মা হতে চলেছেন বিপাশা বসু? সম্প্রতি বেবি বাম্পের ছবি পোস্ট করতেই জল্পনা শুরু হয়েছে।

ইন্সটাগ্রাম পোস্টে সে সুখবর দিয়েই বিপাশা লেখেন, কখনও একাকীত্ব অনুভব করতে না দেয়ায় তোমাকে ধন্যবাদ। প্রতিটি দিন খেয়াল রাখার জন্য ধন্যবাদ। দেবীর জন্মের পরও আমি তোমার প্রথম প্রায়োরিটি সেটার জন্যও ধন্যবাদ।

আমাকে বোঝার জন্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ জানানোর তালিকার শেষ নেই।  তোমাকে পেয়ে ধন্য। তোমার মতো স্বামী পাওয়ার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ।

ভূষণ পাটেলের ভূতের সিনেমা ‘অ্যালোন’-এর সেটে একসঙ্গে কাজ করতে গিয়ে সখ্য, বন্ধুত্ব অতঃপর প্রেমের সম্পর্কে গড়ে উঠলে ২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
দেশকন্ঠ //

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।