• রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:০২    ঢাকা সময়: ০৩:০২

হাত বিচ্ছিন্ন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ হামাসের

দেশকণ্ঠ অনলাইন : হার্স গোল্ডবার্গ-পোলিন নামের এক ইসরায়েলি-আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ২৩ বছর বয়সী গোল্ডবার্গের একটি হাতের কনুই পর্যন্ত নেই। তিন মিনিটের এই ভিডিওতে গোল্ডবার্গকে বলতে শোনা যাচ্ছে, আমি ইসরায়েল সরকারের প্রতি অনুরোধ করছি আমাকে গাজা থেকে মুক্ত করে নিয়ে যান।
 
ভিডিওটিতে কোনো তারিখ উল্লেখ নেই। তবে তাকে বলতে শোনা যাচ্ছে, গাজায় প্রায় ২০০ দিন ধরে বন্দি আছেন তিনি। অর্থাৎ ভিডিওটি মাত্র কয়েকদিন আগে ধারণ করা হয়েছে। গত ৭ অক্টোবর গোল্ডবার্গ-পোলিনকে রে’ইমের সুপারনোভা পার্টি থেকে ধরে নিয়ে যান হামাসের যোদ্ধারা।
 
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে যখন হামলা চালান তখন একটি আশ্রয়কেন্দ্রে তিনিসহ কয়েকজন আশ্রয় নেন। ওই সময় সেটির ভেতর গ্রেনেড ছোঁড়া হয়। ওই গ্রেনেডের আঘাতে গোল্ডবার্গ আহত হন বলে ধারণা করা হয়। আহত অবস্থাতেই তাকে হামাসের সদস্যরা গাজায় নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। হামাস এর আগেও জিম্মিদের বিভিন্ন ভিডিও প্রকাশ করেছিল। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, সাধারণ ইসরায়েলিদের মানসিক পীড়া দিতে প্রায়ই এ ধরনের ভিডিও প্রকাশ করে হামাস।
 
৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর কেটে গেছে ২০০ দিন। এই সময়ের মধ্যে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া তাদের হামলায় আরও প্রায় ১ লাখ ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েলি বর্বরতার কারণে মানবেতর জীবন-যাপন করছেন লাখ লাখ গাজাবাসী।
 
ওইদিন প্রায় ২৪০ জনকে ধরে গাজায় নিয়ে এসেছিল হামাস। গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে হামাস-ইসরায়েলের মধ্যে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চলে। ওই সময় ১০৫ জিম্মিকে মুক্তি দেয় হামাস। এছাড়া বিভিন্ন সময় কয়েকজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ইসরায়েলি সেনারা। ধারণা করা হচ্ছে, হামাসের হাতে এখনো শতাধিক জিম্মি আটক আছেন।
দেশকণ্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।