• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:২৯    ঢাকা সময়: ১৫:২৯

ম্যাডোনার কনসার্টে ১৬ লাখ দর্শক

  • বিনোদন       
  • ০৫ মে, ২০২৪       
  • ৪৫
  •       
  • ২৩:৩৭:৫৮

দেশকন্ঠ অনলাইন : মার্কিন পপতারকা ম্যাডোনা মঞ্চে পা রাখলেই দর্শক-শ্রোতাদের মাঝে উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায়। জনপ্রিয় এ গায়িকার পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। ব্যয় করতে গাঁটের টাকা। সেই তারকা শিল্পী বিনামূল্যে গান শোনালেন ভক্তদের। এ সুযোগ হাতছাড়া করতে চাননি ব্রাজিলের নাগরিকরা। ৪ মে শনিবার রাতে দেশটির কোপাকাবানা সমুদ্র সৈকতে হাজির হয়েছিলেন ১৬ লাখ মানুষ।

রয়টার্সের তথ্য অনুসারে, গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের লন্ডনে ম্যাডোনা শুরু করেন তার ‘ওয়ার্ল্ড সেলিব্রেশন ট্যুর’। এ ট্যুরের শেষ কনসার্ট ছিল ব্রাজিলে। দেশটির রিও ডি জেনেরিও শহরের কোপাকাবানা সমুদ্র সৈকতে ম্যাডোনার এ কনসার্টের আয়োজন করা হয়। আনুমানিক ১৬ লাখ মানুষ এ কনসার্টে উপস্থিত হয়েছিলেন।

কনসার্টে ভালো জায়গা পেতে অনেক দর্শক কয়েক ঘণ্টা আগে উপস্থিত হন। আবার কেউ কেউ একদিন আগে থেকেই সেখানে অবস্থান নেন। বেশি অর্থ ব্যয় করার সামর্থ্য যেসব দর্শকদের ছিল, তারা সমুদ্রে কয়েক ডজন নৌকা নোঙর করে কনসার্ট উপেভোগ করেছেন। আবার অনেক দর্শকই সৈকতের কাছের অ্যাপার্টমেন্ট থেকে প্রিয় গায়িকার পারফরম্যান্স উপভোগ করেন।

৬৫ বছর বয়সি ম্যাডোনা শনিবার দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে পারফরম্যান্স শুরু করেন। দুই ঘণ্টারও বেশি সময় গান পরিবেশন করেন। ‘লাইক অ্যা প্রেয়ার’, ‘ভোগ’, ‘এক্সপ্রেস ইয়োরসেলফ’-এর মতো গান পরিবেশন করেন ম্যাডোনা। মঞ্চে এ গায়িকা বলেন— ‘রিও, আমরা সমুদ্র, পর্বত, যিশুসহ বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গায় আছি।’

কনসার্টের দিনে স্থানীয় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এজন্য ফায়ার সার্ভিসেরকর্মীরা কনসার্ট এরিয়ায় পানি স্প্রে করেন। তা ছাড়া আগত দর্শকদের মাঝে বিনামূল্যে খাবার পানি বিতরণ করা হয়। যদিও শেষ রাতের দিকে তাপমাত্রা ২৭ ডিগ্রিতে নেমে আসে। কনসার্টের নিরাপত্তার জন্য ৩ হাজার পুলিশ মোতায়ন করা হয়েছিল কনসার্ট এলাকায়।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।