• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:৩৬    ঢাকা সময়: ২২:৩৬

চট্টগ্রামেই সিরিজের ফয়সালা চায় বাংলাদেশ

মোয়াজ্জেম রাসেল : প্রথম দুই ম্যাচে সহজে জিতে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচটি জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। বিশেষ করে ঢাকায় ফেরার আগেই সিরিজ নিজেদের করে নিতে চায় নাজমুল হোসেন শান্তর দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার দুই দলের ম্যাচটি শুরু হবে বেলা তিনটায়। তবে টানা দুই ম্যাচে কেন আগে ব্যাট করছে বাংলাদেশ সেই প্রশ্নটা এখন বেশি করে উচ্চারিত হচ্ছে। সিলেট থেকে চট্টগ্রাম, বাংলাদেশের জন্য চিত্রটা থেকে গেছে একই। এখানে চিত্র বলতে টস জয়ের পর বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়াকে বোঝানো হয়েছে। বারবার টস জিতলেও বাংলাদেশ প্রথমে বোলিং নিচ্ছে। টি-টোয়েন্টিতে এ বছর বাংলাদেশ পাঁচ ম্যাচের পাঁচটিই খেলেছে ঘরের মাঠে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ খেলেছে সিলেটে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের চলমান টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
 
পাঁচ ম্যাচের পাঁচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের ফল যা-ই হোক, লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের মতে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই তাদের পরিকল্পনা থাকে প্রথমে বোলিং নেওয়া। বাংলাদেশে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে। জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে, সেখানেও গরম থাকবে। বাংলাদেশকে গ্রুপ পর্বে ্র দুটি ম্যাচ খেলতে হবে নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রে। চট্টগ্রামে রবিবার বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদসম্মেলনে রিশাদ বলেন, ‘টস আসলে ব্যাটিং বোলিং যা পাই, কোনো সমস্যা নেই। সাধারণত আমাদের পরিকল্পনা থাকে বোলিং যেহেতু অনেক গরম। আমার মনে হয় বিশ্বকাপেও অনেক গরম থাকবে। আমরা চেষ্টা করছি অভ্যস্ত হওয়ার জন্য আরকি।’ বাংলাদেশের মাঠে সবশেষ পাঁচ টি-টোয়েন্টির মধ্যে সবচেয়ে বেশি রান হয়েছে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। সেখানেও একই চিত্র দেখা গেছে।
 
সিলেটে গত ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ২০৬ রান করে। সেই ম্যাচ অবশ্য বাংলাদেশ হেরে যায় ৩ রানে। চলমান জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটাররা বেশ স্বচ্ছন্দে ব্যাটিং করছেন। টস জিতলে প্রথমে ব্যাটিং করা যেত কি না, এই প্রশ্নের উত্তর রিশাদ দিয়েছেন একটু কৌশলে। বাংলাদেশের লেগস্পিনার বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না। সেটা অধিনায়ক ও কোচের ব্যাপার। আমরা সাধারণত চেষ্টা করি যে দায়িত্ব থাকে, সে দায়িত্ব পালন করার। সেটা ব্যাটিং হোক আর বোলিং হোক।’ এদিকে টানা দুই ম্যাচ জয়ের পরও ঘাটতি খুঁজে পেয়েছেন অধিনায়ক শান্ত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ের পরও ঘাটতি খুঁজে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টানা দুই টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ে ১০.২ ওভারে ৫ উইকেটে ৪২ রান হয়ে যায় জিম্বাবুয়ের স্কোর। এখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু সফরকারীদের। ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন ব্রায়ান বেনেট ও জোনাথন ক্যাম্পবেল। অভিষিক্ত জোনাথন ১ রানে জীবন পেয়ে করেন ২৪ বলে ৪৫ রান।
 
জিম্বাবুয়ে করেছে ৭ উইকেটে ১৩৮ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘এখনো অনেক জায়গা রয়েছে যেখানে আমাদের উন্নতি করতে হবে। তারা (জিম্বাবুয়ে) মিডল ওভারে দারুণ ব্যাটিং করেছে। এ জায়গায় আমাদের কাজ করতে হবে।’ ১৩৯ রান তাড়া করতে নামা বাংলাদেশের ইনিংসে বৃষ্টি হানা দিয়েছে বারবার। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) মেথড অনুযায়ী স্বাগতিকেরা কখনো এগিয়ে যাচ্ছিল, কখনোবা পিছিয়ে পড়েছিল। সেটা বাংলাদেশের জন্য কিছুটা কঠিন হয়েছিল বলে মনে করছেন শান্ত। একই সঙ্গে তিনি (শান্ত) তানজিদ হাসান তামিম-লিটন দাসের ৩৫ বলে ৪১ রানের উদ্বোধনী জুটিরও প্রশংসা করেছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তামিম ও লিটন দারুণ শুরু করে দিয়েছে। রান তাড়া করার পথে তাদের জুটি ভালো ভিত তৈরি করে দিয়েছে। বৃষ্টি তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ব্যাটারদের জন্য ব্যাটিং করা সহজ না (ডিএলএস হিসেব করে খেলা)।’ দুই ম্যাচ জেতা টাইগার পেসারদের প্রশংসায় অভিষিক্ত জিম্বাবুয়ের ক্রিকেটার
 
জোনাথন ক্যাম্পবেল। নিজের প্রথম ম্যাচেই প্রতিভার কথা ব্যাট হাতে জানান দিয়েছেন তরুণ এই ক্রিকেটার। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যাম্পবেল প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের পেসারদের। ক্যাম্পবেল বলেন, ‘আসলে দুই দলের পেসাররাই দারুণ। শরিফুল দারুণ বোলিং করেছে শুরুতে। বল সুইং করিয়েছে। একই কাজ তাসকিনও করেছে। ভালো গতিতে বল করেছে সে। আমাদের দুই পেসারও পাওয়ার প্লেতে ভালো করেছে। নতুন বল এখানে একটু বেশি সুইং করে যে কারণে পাওয়ারপ্লেতে ভালো করা কঠিন হয়ে পড়ে’। 
দেশকণ্ঠ//
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।