• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১০:৪৯    ঢাকা সময়: ২০:৪৯

যশের ছবি থেকে সরে দাঁড়ালেন করিনা

দেশকণ্ঠ অনলাইন : আগে শোনা যাচ্ছিল, তারিখের সমস্যার জেরেই ছবি থেকে সরে গিয়েছেন করিনা! তবে এ বার ঘটনায় নয়া মোড়! করিনার প্রস্থানের নেপথ্য কারণ হিসাবে কিয়ারা আডবাণী ও শ্রুতি হাসনের নাম উঠে এসেছে বলিপাড়ার অন্দরে।
 
ধোঁয়াশা আগেই ছিল, এ বার জোরালো হল গুঞ্জন। যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ্‌স’ ছবি থেকে করিনার প্রস্থানের ঘটনায় নয়া মোড়। ছবিতে যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল করিনা কপূর খানের। তবে কয়েক দিন আগে ছবি থেকে সরে গিয়েছেন করিনা।
 
করিনা কেন সরে এলেন ছবি থেকে, তা নিয়ে ধোঁয়াশা ছিল অনুরাগীমহলে। শোনা গিয়েছিল, তারিখ নিয়ে সমস্যার কারণেই নাকি করিনার এই সিদ্ধান্ত। ঘটনায় এ বার নতুন সংযোজন। ছবিতে কিয়ারা আডবাণী এবং শ্রুতি হাসনের উপস্থিতির জন্য করিনা সরে গিয়েছেন, গুঞ্জন বলিপাড়ার অন্দরে।
 
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, তারিখ নিয়ে কোনও সমস্যা নেই। এই মুহূর্তে কোনও ছবিও করছেন না করিনা। সব দিক মাথায় রেখেই শুটিংয়ের তারিখ ঠিক করা হয়েছিল। তা হলে? জানা গিয়েছে, তাঁর অভিনীত চরিত্রের দৈর্ঘ্য নিয়ে সংশয়ে ছিলেন করিনা। ছবিতে কিয়ারা আডবাণী এবং শ্রুতি হাসনের মতো অভিনেত্রী থাকায় নিজের চরিত্রের গুরুত্ব নিয়ে ধন্দে ছিলেন বেবো। তাই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিয়ারা ও শ্রুতি অভিনীত চরিত্রের ভারে করিনার চরিত্র কতটা চোখে পড়বে. তা নিয়ে সংশয় তৈরি হয় অভিনেত্রীর।
 
প্রায় তিন বছর পরে এই ছবির হাত ধরে রূপোলি পর্দায় ফিরছেন দক্ষিণী তারকা যশ। ছবি পরিচালনায় গীতু মোহনদাস। এমন ঘোষণার পর থেকে শিরোনামে এসেছে এই ছবি। প্রসঙ্গত, করিনার আগে যশের দিদির চরিত্রের জন্য ঐশ্বর্যা রাই বচ্চনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সিদ্ধান্ত জানাবেন বলে আর যোগাযোগ করা হয়নি ঐশ্বর্যার তরফে।
দেশকণ্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।