• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৪৪    ঢাকা সময়: ১৩:৪৪

যৌন হেনস্থার অভিযোগ অস্ট্রেলিয়ার এমপি-র

দেশকণ্ঠ অনলাইন : যৌন হেনস্থা নিয়ে সরাসরি মুখ খুললেন অস্ট্রেলিয়ার লেবার পার্টির এমপি ব্রিটানি লওগা। তিনি কুইনসল্যান্ডের এমপি। সমাজমাধ্যমে রবিবার একটি পোস্ট করে তিনি জানান, গত সপ্তাহের শনি ও রবিবার সেন্ট্রাল কুইনসল্যান্ডের ইয়েপ্পন শহরে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। শনিবার সেখানে নৈশপার্টি চলাকালীন তাঁর অজান্তে মাদক খাওয়ানো হয় তাঁকে। তার পর করা হয় যৌন হেনস্থা। তখন কিছু বুঝতে না পারলেও পরের দিন, রবিবার শারীরিক অস্বস্তি বোধ করায় তিনি পুলিশের কাছে যান। ডাক্তারি পরীক্ষায় জানা যায়, তাঁর শরীরে এমন বহু মাদক রয়েছে যা তিনি সজ্ঞানে খাননি বলেই দাবি করেছেন। তার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন ব্রিটানি। তদন্তও শুরু হয়।
 
ব্রিটনি আরও জানিয়েছেন, তিনি বিষয়টি প্রকাশ্যে আনার পরেই আরও বহু মহিলা একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাঁকে। ব্রিটানির দাবি, এই অন্যায় কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এক জন মহিলার নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে ইয়েপ্পন শহরে। তা হলে, কেউ কি নিজের মতো করে নিরাপদ ভাবে আর ছুটি কাটাতে পারবেন না সেখানে?
 
কুইনসল্যান্ডের পুলিশ জানিয়েছে, হেনস্থার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ব্রিটানির পাশে দাঁড়িয়েছেন কুইনসল্যান্ডের প্রিমিয়ার তথা মুখ্যমন্ত্রী স্টিভেন মাইলস। তাঁর কথায়, “ব্রিটানির যা অভিজ্ঞতা হয়েছে তা আর কারও হওয়া উচিত নয়। ব্রিটানির প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে।”
দেশকণ্ঠ//
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।