• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:২৭    ঢাকা সময়: ১৬:২৭

‘ব্যাড গার্লস’-এ নিঝুম রুবিনা

  • বিনোদন       
  • ০৯ মে, ২০২৪       
  • ৫০
  •       
  • ২৩:০৫:২২

দেশকন্ঠ অনলাইন : চিত্রনায়িকা নিঝুম রুবিনা এবার ওয়েব সিরিজে নাম লেখালেন। ‘ব্যাড গার্লস’ নামে এই ওয়েব সিরিজের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনুরূপ আইচ। পরিচালনা করেছেন সেলিম রেজা। ইমরান সরকারের প্রযোজনায় সিনেটেক ওটিটি প্লাটফর্ম ও সিনেটেক ইউটিউবের জন্য বানানো হচ্ছে সিরিজটি।

সেলিম রেজা বলেন, ‘বর্তমান সমাজের বাস্তবতা ও নানা বিষয় নিয়ে অনুরূপ আইচ সুন্দরভাবে ‘ব্যাড গার্লস’র গল্প ও সংলাপ লিখেছেন। মেয়েদের নানা প্রতিবন্ধকতার পাশাপাশি অন্ধকার নানা গলির চিত্র তুলে ধরা হয়েছে।  

বিভিন্ন চরি্ত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, তানিন সুবাহ, আমান রেজা, সাইফ খান প্রমূখ। দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দুই খলনায়ক শিবা সানু ও ডন।

এদিকে শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে নিঝুম রুবিনার ‘সংসার’। অপূর্ব রানা পরিচালিত এ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়া রাহুল রওশন পরিচালিত ‘জানরে’ সিনেমায় শিপন মিত্রের সঙ্গে দেখা যাবে এই নায়িকাকে। এই নির্মাতার ‘বেসামাল’ সিনেমাটিও মুক্তির তালিকায় রয়েছে। এ সিনেমায় রিয়াসাদ শুভর সঙ্গে জুটি বেঁধেছেন নিঝুম রুবিনা।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।