দেশকণ্ঠ অনলাইন : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের তিনটি ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছে বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত সবগুলো ম্যাচেই জয়লাভ করে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলেছে। এবার বাকি দুই ম্যাচে মাঠে নামার পালা। ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার প্রথম ও সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার। ঢাকায় উড়ন্ত ক্রিকেট খেলার লক্ষ্য এবার বাংলাদেশের। আত্মবিশ্বাসী শুরু করলেও বিশ্বকাপের জন্য যা মোটেও যথেষ্ট মনে করছেন না ক্রিকেট সংশ্লিষ্টরা। এই কিন্তুর বৃত্তেই মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আটকা পড়তে পারত বাংলাদেশ! তবে তাওহিদ হৃদয়ের ইমপ্যাক্টফুল অর্ধশতক, জাকের আলীর টেম্পারমেন্ট, রিশাদ হোসেনের ঘূর্ণিজাদু এবং মোহাম্মদ সাইফুদ্দিনের প্রত্যাবর্তন, দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সিরিজ বাংলাদেশের। এই জয়ে অত্যুক্তি নেই নাজমুল হোসেন শান্তর। চট্টগ্রামে সিরিজ জয়ের পর ঢাকায় এসে নিজেদের আরও ঝালাই করতে চান টাইগার অধিনায়ক। সিরিজ হেরেও আশার বাইশ গজে তরুণদের নিয়ে স্বপ্ন দেখছে জিম্বাবুয়ের ক্রিকেটারর।
চট্টগ্রামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের হয়ে কথা বলেন তাওহিদ হৃদয়। অতিথিদের হয়ে জোনাথন ক্যাম্পবেল। ঘাত-প্রতিঘাত, কন্ডিশন, অভ্যন্তরীণ দিক তুলে ধরেন দুজন। তার আগে ব্রডকাস্ট চ্যানেলে অধিনায়ক শান্ত দিয়ে রেখেছেন প্রচ্ছন্ন হুমকিও, ‘চট্টগ্রামে যেভাবে খেলেছি ঢাকায় আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।’ পাঁচ ম্যাচের সিরিজ। ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রত্যাশিত সিরিজ জয়েও থাকল কিছু অস্বস্তির দাগও রয়েছে। লিটন দাস ও শান্ত আরও একবার ব্যর্থ। তবে তৃতীয় ম্যাচের জয়ের নায়ক হৃদয়ের মতে, লিটন-শান্ত হয়তো বড় ম্যাচেই ফিরে আসবেন চেনা রূপে, কাজেই তাদের ওপর ভরসা রাখা চাই, ‘বিশ্বের যত বড় ব্যাটারই হোক, সে প্রতিটা ম্যাচ বা সিরিজে ভালো করবে না। আশা করছি, যে যারা ভালো করছেন না তারা খুব দ্রুত ফিরবেন। একটা ইনিংস ভালো করলেই ফিরবেন। এমনও হতে পারে খুব বড় খেলায় দেখা যাচ্ছে খেলার সিনারিও চেঞ্জ করে দেবেন। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসটা হারালে হবে না।’
তিন ম্যাচে লিটনের আমলনামা, ১, ২৩ ও ১২ রান। টাইগার উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। জবাবে হৃদয় নিজের কথা বলেছেন এভাবে, ‘সবাই চায় ভাল খেলতে। কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না। লিটন ভাই বা যারা টপ অর্ডারে খেলেন তারা চেষ্টা করছেন নিজের সেরাটা দিয়ে। একটা ক্রিকেটার সব সময় ভালো খেলবেন না। লিটন ভাইয়ের স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনছি। আসলে চেক করে দেখলে দেখা যাবে এখনও উনার স্ট্রাইক রেট বাংলাদেশের কয়েকজনের ভেতরে আছে মনে হয়, সেরা দুই তিনজনের ভেতরে।’ ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিলেও ক্যাম্পবেল মনে করেন, দুই দলের পেসাররা দারুণ করছেন। যদিও অপ্রাপ্তির মাঝেও তরুণদের দিকে তাকিয়ে ভবিষ্যৎ বুনছেন অধিনায়ক সিকান্দার রাজা, ‘দলে অনেক সম্ভাবনাময় তরুণ রয়েছে। ক্যাম্পেবল, ফারাজ ও ওয়েলিংটন, তিনজন একদমই আলাদা। তারা ম্যাচকে অনেক কাছেই নিয়ে এসেছিল।’
তবে অনুমিত ছিল এমন, জিম্বাবুয়ের বিপক্ষে দলে ফিরবেন তিনজন, বাদ পড়বেন সমসংখ্যক। বাদ পড়াদের তালিকায় আছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাকের ভাষায়, ’বাদ নয় এই তিনজন যাচ্ছেন দলের বাইরে। আলাদা করে বলা হয়েছে শরিফুলের বিশ্রামের কথা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে দলে ঢুকেছেন মুস্তাফিজুর রহমান, ১০ মাস পর ফিরেছেন সাকিব আল হাসান ও ইনজুরি কাটিয়ে এসেছেন সৌম্য সরকার। ঠিকঠাক থাকলে ১০ মে চতুর্থ টি-টোয়েন্টির একাদশেও দেখা যেতে পারে এই ত্রয়ীকে! বুধবার ঢাকা পর্বের দুই ম্যাচের দল দেওয়ার পর নানা বিষয়ের ব্যাখ্যা দিয়েছে বিসিবি। নির্বাচক রাজ্জাক শুনিয়েছেন, সাকিব, ফিজ ও সৌম্যর ফেরার গুরুত্ব। কম্বিনেশনের বিচারে বাকি তিনের বাদ পড়ার কারণ এবং খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর গুরুত্ব। বলা হয়েছে, বিশ্বকাপের আগে ফর্ম মূল্যায়নের সুযোগের কথা। ঢাকা পর্বে ১০ ও ১২ মে সিরিজের শেষ দুই ম্যাচ গড়াবে মাঠে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের তিনটি শেষেই সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
এবার অপেক্ষা পরীক্ষা-নিরীক্ষা বা খেলোয়াড়দের বিশ্বকাপের আগে বাজিয়ে দেখার। সেই লক্ষ্যেই দলে তিন পরিবর্তন। বাদ পড়াদের দুজন অর্থাৎ পারভেজ ও আফিফ জায়গা হারিয়েছেন কম্বিনেশনের বিচারে। শরিফুল আছেন বিশ্রামে। টানা খেলার পর টাইগার পেসারকে আপাতত কিছুটা ক্লান্তি কাটানোর সুযোগ দিচ্ছে বিসিবি। শরিফুলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া বলেও জানানো হয়েছে। জাতীয় দলে তিন ফরম্যাটে নিয়মিত সদস্য শরিফুল। লম্বা সময় ধরেই আছেন খেলার মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও।
দেশকণ্ঠ//