• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৭:৪৭    ঢাকা সময়: ১৭:৪৭

দেশে ফিরেই নতুন কাজে মোনালিসার নাটক দেখা যাবে ঈদে

  • বিনোদন       
  • ১৩ মে, ২০২৪       
  • ১০৩
  •       
  • ০০:০৪:২৯

দেশকন্ঠ অনলাইন : আমেরিকা প্রবাসী অভিনেত্রী মোনালিসা অনেকদিন পর ফিরলেন দেশে। এসেই যুক্ত হতে চলেছেন নতুন কাজে। জানালেন, সময় নিয়ে এবার এসেছেন।

গত ৯ মে দেশে ফিরেই একটি অনুষ্ঠানে যোগ দেন মোনালিসা। এ সময় তিনি বলেন, ‘এবার এসেছি কিছু দিন থাকব। আগামী ঈদের বেশকিছু কাজও করব। আসন্ন ঈদে কয়েকটি নাটক-টেলিফিল্মে আমাকে দেখা যাবে। ইতিমধ্যে এসব নিয়ে আলাপ শুরু হয়েছে। আর আমার কাজগুলো যে একটু আলাদা হবে সেটা নিশ্চিত করে বলতে পারি। যেহেতু আমার কাজ আপনারা দেখেছেন, আপনারা জানেন।’‌

কাউকে না জানিয়ে ফেরা প্রসঙ্গে এই তারকা বললেন, ‘কোভিডের আগে আমি এসেছিলাম, এরপর আর আসা হয়নি। চিন্তা করেছি সবাইকে সারপ্রাইজ দেব।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দেশে আসব না কেন? এটা তো আমার দেশ। মাঝে মাঝে আপনাদের জন্যই আসি। তবে একেবারে দেশে ফিরে আসার ইচ্ছে তো আছে। সেটা সম্ভব কি না, এখনও জানি না।’

নিজের কাজ প্রসঙ্গে এ তারকা বলেন, ‘একটা সময় দেশের বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। মোশাররফ করিম ভাই, জাহিদ ভাই—তাদের সঙ্গে কাজ করাটা অন্যতম পাওয়া, এটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে এখনও কাজ করতে চাই, মানে আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে কাজ করতে চাই। দেখা যাক এখন কী হয়।’

দীর্ঘদিন ধরেই মোনালিসা আমেরিকাতে বসবাস করছেন। নিউইয়র্কের কসমেটিকস ব্র্যান্ড ‘এলিজাবেথ আরডেন’ টিমে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন এ তারকা।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।