• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:১৬    ঢাকা সময়: ২১:১৬

মারা গেছেন শূকরের কিডনি প্রতিস্থাপন করা রিচার্ড

দেশকন্ঠ অনলাইন : গত মার্চে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয় রিচার্ড রিক স্লায়মান নামের ৬২ বছর বয়সী এক ব্যক্তির শরীরে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। এর দুই মাস যেতে না যেতেই তিনি মারা গেলেন। তবে, এই কিডনির কারণেই তাঁর মৃত্যু হয়েছে কিনা—তা নিশ্চিত করেননি চিকিৎসকেরা।

গত মার্চে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টা অপারেশন চালিয়ে ৬২ বছর বয়সী রিচার্ড রিক স্লায়মানের শরীরের কিডনিটি প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা। তাঁরা তখন বলেন, অন্তত দুই বছর এই কিডনি কার্যক্রম চালাতে পারবে বলে মনে হচ্ছে। তবে, শনিবার রিচার্ড রিক স্লায়মান মারা যান।

এ নিয়ে এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, এর আগে শুকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল দুজনের শরীরে। তাদের একজনও এখন আর বেঁচে নেই।

হাসপাতালের কাছে দেয়া এক বিবৃতিতে রিচার্ড রিক স্লায়মান বলেছিলেন, তিনি বহু বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগতে ভুগতে এক সময় কিডনি বিকল হয়ে যায়। এরপর ২০১৮ সালে তিনি একজন দাতার কাছ থেকে কিডনি নিয়েছিলেন। কিন্তু এটি প্রতিস্থাপনের পাঁচ বছরের মধ্যেই নানা জটিলতা দেখা দেয়। পরে গত বছর থেকে আবার ডায়ালাইসিস শুরু করেন। দীর্ঘ ১১ বছর ধরে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ট্রান্সপ্লান্ট প্রোগ্রামে রোগী হিসেবে ছিলেন রিচার্ড রিক স্লায়মান।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।