• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:০৭    ঢাকা সময়: ২১:০৭

৩০ মে ঢাবি জাতীয় ছায়া জাতিসংঘ অধিবেশন শুরু

  • শিক্ষা       
  • ১৮ মে, ২০২৪       
  • ৫৬
  •       
  • ০০:১৩:০৩

দেশকন্ঠ অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংগঠন (ডিউমুনা) কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ (ডানমান-২০২৪) এর ১১ তম সম্মেলন শুরু হবে আগামী ৩০ মে। ২ জুন পর্যন্ত চলবে এই সম্মেলন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলনটি আয়োজিত হবে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় হলো 'সংঘাতের ঊর্ধ্বে স্থায়িত্ব: ন্যায্য শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ।'

শনিবার (১৮ মে) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা।

এবারের আয়োজনের বিষয়ে ডিউমুনার মহাসচিব এস এম নাহিয়ান ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে আজ বিশ্বব্যাপী ডিইউমুনার বিচরণই আমাদের ইতিবাচক ভবিষ্যতের বার্তা বহন করে। সকল সংঘাতের উর্ধ্বেই আমরা চাই পৃথিবীতে সহানুভূতি ও সহনশীলতা বিরাজ করুক যার প্রেক্ষিতে এবারের সম্মেলনে আমরা শান্তি প্রতিষ্ঠার সাক্ষ্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিয়ে কাজ করবো।

এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রেতিষ্ঠান থেকে আসা ৫০০ জনেরও বেশি প্রতিনিধি, যারা মোট ১১টি কমিটিতে আলোচনা করবেন গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যাবলি নিয়ে। এছাড়াও থাকছেন ৫০ জনেরও বেশি কার্যনির্বাহী বোর্ড সদস্য, প্রায় ৫০ জন সেক্রেটারিয়েট বোর্ড সদস্য এবং প্রায় ৬০ জন সংগঠক। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ততা ও পেশাদারি মনোভাব আয়োজনটিকে সফলতা প্রদান করবে বলে আশাবাদী সংগঠনটি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপমহাসচিব হোসেইন আজমল প্রান্ত এবং মহাপরিচালক মো আসিফুজ্জামান অর্পণ, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন ফাতমি এবং প্রচার সম্পাদক আদৃতা আরিফ।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।