• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৩:৪৫    ঢাকা সময়: ২৩:৪৫

সেপাক টাকরো বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

দেশকণ্ঠ অনলাইন : মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলতি সেপাক টাকরো বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। রেগু ইভেন্টের শেষ খেলায় শ্রীলঙ্কাকে ২-০ সেটে হারিয়ে বাংলাদেশ দল শেষ চারের টিকিট কাটে। সোমবার প্রথম সেটে ১৭-১৪ পয়েন্টে জয় পায় লাল-সবুজের দল। দ্বিতীয় সেটে ১৫-১০ ব্যবধানে জয়ের পর বাংলার খেলোয়াড়রা জয়ের আনন্দে মাতে।
 
রেগু ইভেন্টের প্রথম খেলায় চাইনিজ তাইপের কাছে ২-০ সেটে হেরে (১৫-৭ ও ১৫-৫ পয়েন্ট) বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে গ্রুপের বাকি ম্যাচগুলোতে জয় তুলে নেয় দলটি। দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ সেটে (১০-১৫, ১৫-১০ ও ১৫-৩ পয়েন্ট) জয় পায় বাংলাদেশ। পরে পাকিস্তানকে ২-০ সেটে (১৫-১২ ও ১৫-৮ পয়েন্ট) হারিয়ে দেয়।
 
সেপাক টাকরো খেলার নিয়ম অনেকটা ভলিবলের মতো। পার্থক্যের জায়গাটা হল, ভলিবলে হাত দিয়ে বল প্রতিপক্ষের কোর্টে ঠেলে পয়েন্ট আদায় করতে হয়। সেপাক টাকরোতে হাতের ব্যবহার হয় না। বল পা দিয়ে কিক ও হেডে প্রতিপক্ষের কোর্টে ফেলতে হয়।
দেশকণ্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।