• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:৩৪    ঢাকা সময়: ১৬:৩৪

মিনাবাজারে হকি খুব চলছে

বাসাতে মাঝে মাঝে হকি ষ্টিক হাতে নেই। দাদু মনি সুরায়না আর দাদুমনি সাররিনাহ তাদের সাথে হাল্কা খেলে মজা নেই। সুরায়না বুঝে তাই ঘরের আসবাব ঠিকই থাকে।তবে সাররিনাহ হকিস্টিক তার হাতে দাওয়া হয়েছে মানে সে বিরাট দায়িত্বে, লিবার্টি... চলুক সব ইচ্ছা মতন। অবুঝ , তিন বছরের। কেন বললাম। হকি ফেডারেশনের কর্তারা কাজ কাম তিন বছরের শিশুর মতন করছে।
 
বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ক্লাবকে দেশের ক্ষতি থেকে রক্ষার জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। শো কজ থেকে আজীবন। আজীবনের পরের শাস্তি ত ফাঁসি। হয়ত দড়ি দড়া কৈ পাবে এ জন্য দেয় নাই। দেশের ক্ষতি রক্ষার জন্য যার এত মাথা ব্যথা তিনি নিজেই ক্যসিনো চালানোর পৃষ্ঠপোষক। ক্যাসিনো সমাজ ধ্বংসের ক্যানসার। হকির কর্তাদের দেখেছি, জেনারেল মতিন, জেনারেল রব, আব্দুস সাদেক, শামসুল বারি, আলিমুজ্জামান সব জ্বল জ্বল করা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। যাদের হকি থেকে নির্বাসিত করা হল তাদের আবার আপিল করার সুযোগ দিয়েছে। শাস্তি যে কতটা স্বেচ্ছাচারিতা তা নিজেরা বুঝেই এই আপিল করার প্রভিশেন রেখেছে। এক পাল ভেড়ার লিডার এক সিংহ হলে সে সফল হবেই আর এক পাল সিংহের লিডার এক ভেড়া হলে সে জিতা ত দুরের কথা কাদায় পরে ডিগবাজি খাবে।
 
তবে একটা বড় কাজ হয়েছে, হকি নিয়ে কেউ খোঁজ খবর রাখত না। এমপি আনার হত্যা নিয়ে সব পত্রিকা সরগরম তার মধ্যেও হকির কর্তাদের এই বিভিন্ন নেতাদের শাস্তির ‘মিনাবাজার’ সব পত্রিকাতেই মূল্যায়িত হয়েছে। শাস্তি পাওয়া হকির ধ্রুবতারারা কোর্টের আশ্রয় নিলে হকির ষোল কলাই পূর্ণ হবে। হকিতে এত নাচন কোদন হয়ে যাচ্ছে, হকির সভাপতি বিমান বাহিনী প্রধান তিনি কি দৃশ্যপটই একবার হলেও আসবেন।
 
‘যে জন দিবসে মনের হরষে জ্বালায় মমের বাতি;  আশু গৃহে তার জ্বলিবে না আর নিশিতে প্রদ্বীপ বাতি ।’ এ লাইনগুলি মনে করায়ে দেওয়া সমুচিত ভাবছি।
 
লেখক : সাবেক জাতীয় হকি দল অধিনায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এবং কলামিস্ট
দেশকণ্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।