• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১২:০৬    ঢাকা সময়: ২২:০৬

ঐশ্বরিয়ার ‘বিহাইন্ড দ্য সিন’

  • বিনোদন       
  • ২৯ মে, ২০২৪       
  • ১৬৮
  •       
  • --

দেশকন্ঠ অনলাইন : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে কান উৎসবের দীর্ঘ দিনের সম্পর্ক। প্রায় প্রতি বছরই সেখানে হাজির হন তিনি, হাঁটেন সম্মানজনক লাল গালিচায়। মোহনীয় সাজে মুগ্ধ করেন সবাইকে। তবে সদ্য শেষ হওয়া কান উৎসবের ৭৭তম আসরে শরীর নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন সাবেক এ বিশ্বসুন্দরী। রেড কার্পেটে অভিনেত্রীকে দেখে অনেকেই বডি শেমিং করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এবার তারই যেন জবাব দিলেন ঐশ্বরিয়া।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার কান চলচ্চিত্রের বিটিএস অর্থাৎ বিহাইন্ড দ্য সিন ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া। ছবিতে দেখা যায়, সাদা বাথরোব পরে মেকআপ নিচ্ছেন তিনি। কিন্তু তার মায়া জড়ানো চোখ ছিল ক্যামেরার দিকে।

আদতে বিহাইন্ড দ্য সিন মনে হলেও ঐশ্বরিয়ার ভক্তদের অনেকেই মনে করছেন, এর মাধ্যমে তিনি মূলত নিন্দার জবাব দিয়েছেন। যেমন এক ভক্ত মন্তব্য করেছেন, ‘তিনি এভাবেই তো রেড কার্পেটে যেতে পারতেন আর মাত করে দিতেন!’

ভাঙা হাত নিয়েই ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন ঐশ্বরিয়া। ফাল্গুনি শেন পিককের ডিজাইন করা পোশাক পরে কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম ও দ্বিতীয় দিনে লাল গালিচায় হেঁটেছিলেন তিনি।
দেশকন্ঠ//


 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।