• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৮:২৬    ঢাকা সময়: ১৮:২৬

৯৭ হাজার ৬৮০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

দেশকন্ঠ অনলাইন : জেলার তিনটি উপজেলায় আগামি শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৯৭ হাজার ৬৮০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল  খাওয়ানো হবে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে।

নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শুভাশীষ বিশ্বাস জানান, ৬ মাস থেকে ১১মাস বয়সী মোট ১১ হাজার ৯২৩ শিশুকে একটি করে ‘নীল’ রংয়ের ক্যাপসুল এবং একবছর থেকে ৫৯ মাস বয়সী ৮৫ হাজার ৭৫৭ শিশুকে একটি করে ‘লাল’ রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি জানান, আগামী শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট একহাজার ২০টি কেন্দ্রে এসব শিশুদের ক্যাপসুল  খাওয়ানো হবে। শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে  দুইহাজার চারশ’ ১০ জন কর্মী নিয়োজিত থাকবেন। কর্মশালায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী ও সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।