• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:০৫    ঢাকা সময়: ০৮:০৫

টুঙ্গিপাড়ায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপকরণ বিতরণ

  • শিক্ষা       
  • ০৩ জুন, ২০২৪       
  • ৯৩
  •       
  • ০১:৩৬:০০

দেশকন্ঠ অনলাইন : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নের লক্ষ্যে ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।  সকাল ১০টায়  উপজেলা পরিষদ হলরুম বজ্রকণ্ঠে ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব উপকরণ তুলে দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এ সময় ইন্টারনেট সংযোগের রাউটার, অনুসহ সাউন্ড বক্স, কি বোর্ড, মাউস ও মাল্টিফ্লাগ বিতরণ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর ফায়েক শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

টুঙ্গিপাড়া ইউএনও মোঃ মঈনুল হক বলেন,   মাল্টিমিডিয়া ক্লাসরুমের  গ্রাফ ও ছবি সুন্দরভাবে প্রদর্শন করা যায়। এছাড়া শ্রেণীকক্ষে সামনের বেঞ্চ পিছনের বেঞ্চে বসা শিক্ষার্থীরা সমানভাবেই ক্লাস উপভোগ করতে পারে। ক্লাসে পরিবেশিত বিভিন্ন ডকুমেন্টারি, ধরা বর্ণনা ও তথ্যচিত্র থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে। শিখতে পারে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে। মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষক  শিক্ষার্থীকে বিষয়বস্তু আরো পরিষ্কারভাবে বোঝাতে পারেন। তাদের মধ্যে মেলবন্ধন তৈরি করে। এ কারণে উপজেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নেয়া। আজ মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপকরণ বিতরণ করা হয়েছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।