• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৯:০৪    ঢাকা সময়: ১৯:০৪
প্রথম জয়ের স্বাদ রচনা-কঙ্গনা-সায়নীর বিজয়ে হাসলেন যারা

ভারত ভোট

  • বিনোদন       
  • ০৪ জুন, ২০২৪       
  • ৯৬
  •       
  • ০০:১৮:৩৪

দেশকন্ঠ অনলাইন : ৪ জুন নির্ধারিত হয়ে গেল আগামী ৫ বছরের জন্য ভারতের ভবিষ্যৎ। এদিন সকাল থেকেই টানটান উত্তেজনা। আগ্রহ ছিল সিনে তারকাদের ঘিরে। এবার ভারতের লোকসভা নির্বাচনে একাধিক তারকা প্রার্থী লড়াই করেছেন। দেখে নেয়া যাক তাঁদের কার কী অবস্থা!

হিমাচলের মান্ডি থেকে এবার বিজেপি প্রার্থী হয়ে লড়াই করেছিলেন কঙ্গনা রানৌত। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই চমক দিলেন তিনি। হিমাচল তার নিজের মেয়েকেই বেছে নিল এবার। মথুরাতেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন হেমা মালিনী। বিপুল ভোটে জয়ী হয়েছেন এদিন। ট্রেন্ড দেখে জয় নিশ্চিত বুঝেই রাধা রমন মন্দিরে গিয়ে পূজাও দেন তিনি।

অন্যদিকে প্রথমে পিছিয়ে থাকলেও পরে বেশ অনেকটা লিড নিয়ে এগিয়ে যান 'রাম' অরুণ গোভিল। মিরাট থেকে লড়াই করেছেন তিনি। বিজেপির আরেক প্রার্থী রবি কিষানও জয়ী হয়েছেন এবারের ভোটে। তবে কারাকাট কেন্দ্র থেকে জিততে পারলেন না ললিপপ লাগেনু গানের গায়ক পবন সিং।

অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির দুই প্রার্থী হিরণ ও লকেট চট্টোপাধ্যায় দুজনেই হরেছেন তারকাদের কাছেই। বিপুল ভোটে হিরণকে হারিয়ে আবারও ঘাটাল কেন্দ্রে জয়ী হয়েছেন। অন্যদিকে হুগলি কেন্দ্রে প্রথমবার লড়াইয়ে নেমেই বিজয়ী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পরাজিত করলেন লকেটকে।

যাদবপুরে জয়ী হয়েছেন সায়নী ঘোষ। জুন মালিয়াও বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়ে মেদিনীপুরে জয় হয়েছেন। শতাব্দী রায় বীরভূমে আবারও জয়ী হয়েছেন।

২০২২ সালে আসানসোললে উপনির্বাচনে জিতে এমপি হন মেগাস্টার শত্রুঘ্ন সিনহা। এবারও এ আসনে তাকে প্রার্থী করে তৃণমূল। আর বিজেপি এ আসনে মনোনয়ন দেয় ভোজপুরি তারকা পবন সিংহকে। সিনেমায় তার ভূমিকা ‘বাঙালিবিরোধী’ বলে দাবি করে সরব হয় তৃণমূল। পবন সরে দাঁড়ান। পরে এখানে প্রার্থী করা হয় অহলুওয়ালিয়ার সিংহকে। তাকে সহজেই হারিয়েছেন ‘খামোস’খ্যাত তারকা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।