• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১২:১৬    ঢাকা সময়: ২২:১৬

রচনা যা স্পর্শ করে তাই সোনা হয়ে যায় : রচনার স্বামী

  • বিনোদন       
  • ০৫ জুন, ২০২৪       
  • ১৬১
  •       
  • --

দেশকন্ঠ অনলাইন : লোকসভা নির্বাচনে হুগলি আসন থেকে তৃণমূলের টিকিট নিয়ে বিজয়ী হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি। স্ত্রীর সাফল্যে গর্বিত স্বামী প্রবাল বসু। তার মতে— রচনা যা স্পর্শ করে তাই সোনা হয়ে যায়।

এ বিষয়ে প্রবাল বসু টিভি নাইনকে বলেন, ‘কী যে ভালো লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে, ও এরকমই যা ছোঁয়, তাই সোনা হয়ে যায়। যেখানেই হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে।’

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রবাল-রচনা। বিবাহবিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে আলাদা থাকেন তারা। তবে রচনা তৃণমূলের টিকিট পাওয়ার পর থেকে জোরালোভাবে স্ত্রীর নির্বাচন করেছেন প্রবাল। রচনার ছবি বুকে নিয়েও প্রচার করেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, এ দম্পতির মাঝে থাকা দূরত্ব খানিকটা কমেছে। রচনা বিজয়ী হওয়ার পর তাই হয়তো প্রবাল বলেন, ‘আমার বুক গর্বে ফুলে যাচ্ছে। বলতেই পারি, আই অ্যাম আ প্রাউড হাজব্যান্ড।’

ভারতের লোকসভা নির্বাচনে প্রথমবার তৃণমূলপ্রার্থী হন অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি আসনে বিজেপি প্রার্থী অর্থাৎ অভিনেত্রী লকেট চ্যাটার্জির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন রচনা। ৬৪ হাজার ৯৭২ ভোটে লকেটকে পরাজিত করেছেন তিনি।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।