• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৯:২১    ঢাকা সময়: ১৯:২১

দীপিকার নতুন সিনেমার পোস্টার রিলিজ আসছে ট্রেলার

  • বিনোদন       
  • ১০ জুন, ২০২৪       
  • ৫৭
  •       
  • ০০:২৯:৪৩

দেশকন্ঠ অনলাইন : বলিউড অভিনেত্রী দীপিকা পডুকোনের নতুন সিনেমা ‘কল্কি ২৮৯৮এডি’-এর নতুন পোস্টার উন্মুক্ত হয়েছে। সেই সঙ্গে সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে আজ উন্মুক্ত হবে এর ট্রেলার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রবিবার এক্স হ্যান্ডেলে বৈজয়ন্তী মুভিস ‘কল্কি ২৮৯৮এডি’র পোস্টারটি রিলিজ করে জানিয়েছে,‘আশা তৈরি হচ্ছে এ সিনেমার ট্রেলারটি আগামীকাল প্রকাশিত হবে।’

পোস্টারে দীপিকাকে উদ্বিগ্ন ও হতাশ দেখাচ্ছে। সে জীর্ণ সিঁড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তার পিছনে আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে।

এছাড়া দীপিকা নিজেও পোস্টারটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। দীপিকার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন, অভিনেতা রণবীর সিং। সবসময়ের মতো স্ত্রীর প্রশংসা করে তিনি লেখেন, ‘বুম (ফায়ার ইমোজি) অসম্ভব সুন্দর!’

অনেকেই দীপিকার এই পোস্টারে কমেন্ট করেছেন। একজন ব্যক্তি লিখেছেন, ‘দীপিকা,আপনি আক্ষরিক অর্থে সিনেমা এবং আমার হৃদয়ে রাজত্ব করছেন।’ অন্যদিকে আরও একজন লেখেন, ‘সেরা পোস্টার...।’

কারোর কথায়, সেই ভিডিও গেম টাইপের পোস্টারগুলির চেয়ে অনেক ভালো’ কারোর মন্তব্য, ‘বাহ পোস্টরের গুণমান এবং ভিজ্যুয়াল সত্যিই অসাধারণ।’

একজন লিখেছেন,‘মাদার আর আর আর, (মা) অসম্ভব সুন্দর দেখাচ্ছে, আমি এটা নিয়ে খুবই উত্তেজিত। হলিউড,আমরা তোমাকে শাসন করতে আসছি’।

অন্য এক নেটিজেনের কথায়,‘ অনবদ্য পোস্টার। অবশেষে রানি হাজির। এটা এখনও পর্যন্ত সেরা। দীপিকা ভক্তরা সকলে অপেক্ষায় রয়েছেন।’

সায়েন্স ফিকশন থ্রিলার ‘কালকি ২৮৯৮ এডি’ ছবিতে অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান এবং দিশা পাটানি৷ সিনেমাটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন।

ফিল্মটিকে একটি পৌরাণিক কাহিনী-অনুপ্রাণিত সাই-ফাই এক্সট্রা ভ্যাগাঞ্জা বলে দাবি করা হচ্ছে। বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত এটি এই বছরের ২৭শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।