• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:২৮    ঢাকা সময়: ২২:২৮

অ্যাকশন-থ্রিলার-মার্ডার মিস্ট্রি সিরিজে ওটিটি ঈদ আয়োজন

  • বিনোদন       
  • ১৩ জুন, ২০২৪       
  • ৫৯
  •       
  • ০০:০৮:৪৭

দেশকন্ঠ অনলাইন : অ্যাকশন, থ্রিলার, মার্ডার মিস্ট্রি– ভিন্ন গল্পে প্রতিনিয়তই আসছে নতুন সব ওয়েব ফিল্ম ও সিরিজ; যেগুলোর নেশায় মজে থাকছেন প্রায় সব শ্রেণির দর্শক। ঈদুল ফিতর সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্ম হইচই, চরকি, দীপ্ত প্লে, বঙ্গ, আইস্ক্রিনে থাকছে নানা আয়োজন–

চরকি
অভিনেতা হিসেবে সংগীতিশল্পী তাহসানকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এবার তাঁর অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে। আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’-তে অভিনয় করেছেন তিনি। এ সিরিজে তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। সাসপেন্স ড্রামা ঘরানার এ সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকে।

ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তাহসান বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ। আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা। সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড, এখন শুধু রিলিজের পর দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’ পরিচালক আরিফুর রহমান বলেন, ‘যত্ন নিয়ে নিজেদের সবটুকু দিয়েই বানানো হয়েছে সিরিজটি। অভিনয়শিল্পী থেকে কলাকুশলী সবারই চেষ্টা ছিল দর্শককে ভিন্ন কিছু দেওয়ার, আশা করছি সবার ভালো লাগবে।’

দীপ্ত প্লে
টানা তিনটি সিনেমা ফ্লপের পর সুপারহিট সিনেমার দেখা পেয়েছেন চিত্রনায়িকা রুপা মির্জা। অনবদ্য অভিনয়ের সুবাদে পুরস্কারও বাগিয়েছেন তিনি। ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন তিনি। নিজের সাফল্য উদযাপনে আলো ঝলমলে পার্টির আয়োজন করেন রুপা। সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রুপা মির্জার অন্ধকার অতীত সামনে আসে। শত্রু ও মিত্র, মুখ ও মুখোশের গোলকধাঁধায় পুরোনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ। এমনই এক নায়িকাজীবনকে ওয়েব চলচ্চিত্র ‘পয়জন’-এ তুলে ধরেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা; যিনি নায়িকা রুপা মির্জার চরিত্রে হাজির হয়েছেন।

মামুনুর রশিদ তানিমের রচনায় এবং সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এ ওয়েব সিনেমায় তানজিন তিশা, তানভীর ছাড়াও অভিনয় করেছেন টাইগার রবি, রওনক রিপন, আবদুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

বঙ্গ
শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকের তিন কিস্তি বানিয়েছেন কাজল আরেফিন অমি। সব কয়টি কিস্তিই ইউটিউবে দারুণ দর্শক সাড়া পেয়েছে। দর্শকের আগ্রহ থেকে এবার চতুর্থ কিস্তি ‘ফিমেল ৪’ নিয়ে আসছেন এই পরিচালক। সিরিজটি এবার বঙ্গতে দেখা যাবে ওয়েব ফিল্ম হিসেবে।

‘ফিমেল’ সিকুয়েলে নির্দিষ্ট শিল্পীরা অভিনয় করলেও প্রতিটি সিরিজে নতুন একজনকে অভিনয় করতে দেখা যায়। এবার ‘ফিমেল ৪’-এ দেখা যাবে ইরেশ যাকেরকে। ‘ফিমেল ৪’-এ আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, ফারিন খান প্রমুখ।

হইচই
হইচইয়ে রয়েছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত সিরিজটি গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। এটি ২০২৩ সালে হইচইয়ে মুক্তি পাওয়া ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন অফ। সেই সিরিজে গোলাম মামুন নামে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অপূর্ব। এবার সেই নামেই নির্মিত হয়েছে আট পর্বের সিরিজ।

অপূর্ব বলেন, “আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি, সেগুলো থেকে ‘গোলাম মামুন’ ভিন্ন ধরনের চরিত্র। যেভাবে গোলাম মামুনের গল্প বলা হয়েছে, দর্শক তা দেখে পছন্দ করবেন অবশ্যই।” সিরিজে রাহী নামে চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তিনি বলেন, ‘রাহী চরিত্রটির জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনও করিনি।’

নির্মাতা বলেন, ‘সিরিজটির মাধ্যমে সমাজের কোনো সংগতি-অসংগতি তুলে ধরতে চাইনি। একই পরিস্থিতিতে পুরুষ ও নারীর স্ট্রাগলের ভিন্নতার কথা আমি খুব সাধারণভাবে বলতে চেয়েছি।’ অপূর্ব, সাবিলা ছাড়াও এতে ইমতিয়াজ বর্ষণ, মাসুম বাশার, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, নাফিজ, রাশেদ মামুন, সুষমা সরকার, দীপক কুমার গোস্বামীসহ অনেকে অভিনয় করে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।