• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১২:০৪    ঢাকা সময়: ২২:০৪

ওটিটিতে ঈদ উৎসব

  • বিনোদন       
  • ১৬ জুন, ২০২৪       
  • ১০১
  •       
  • ২৩:৩৭:৪৮

দেশকন্ঠ অনলাইন : অ্যাকশন, থ্রিলার, মার্ডার মিস্ট্রি- ভিন্ন গল্পে প্রতিনিয়তই আসছে নতুন সব ওয়েব ফিল্ম ও সিরিজ। ঈদুল আজহা সামনে রেখে ওটিটি প্ল্যাটফরম হইচই, চরকি, দীপ্ত প্লে, বঙ্গ, আইস্ক্রিনে থাকছে নানা আয়োজন।

চরকিতে তাহসান-মিথিলা-অর্ষা-মিম মানতাসা অভিনীত আরিফুর রহমানের অরিজিনাল সিরিজ ‘বাজি’ থাকছে। দীপ্ত প্লেতে সঞ্জয় সমাদ্দারের ওয়েব চলচ্চিত্র ‘পয়জন’। অভিনয় করেছেন তানজিন তিশা, তানভীর হুরায়রা, টাইগার রবি, রওনক রিপন, আবদুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকের চতুর্থ কিস্তি নিয়ে হাজির হয়েছেন কাজল আরেফিন অমি। সিরিজটি এবার বঙ্গতে দেখা যাবে ওয়েব ফিল্ম হিসেবে। অভিনয়ে ইরেশ যাকের, মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, নীলাঞ্জনা নীলা প্রমুখ।

হইচইয়ে রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালিত সিরিজটি আরও অভিনয়ে সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, মাসুম বাশার, শার্লিন ফারজানা, নাফিজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।