• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:৩০    ঢাকা সময়: ১৭:৩০

ইবিতে ঈদের নামাজ সকাল ৮ টায় খাসি দিয়ে আপ্যায়ন

  • শিক্ষা       
  • ১৬ জুন, ২০২৪       
  • ৪৮
  •       
  • ০০:১৩:১১

দেশকন্ঠ অনলাইন : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঈদ-উল আযহার নামাজ সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ অংশ নেবেন।

 হলের বিদেশি শিক্ষার্থী এবং ক্যাম্পাসে থাকা নিরাপত্তা কর্মীদের জন্য দুটি বড় জাতের ছাগল কুরবানি করা হবে। শনিবার বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। আমরা কঠোর থেকে কঠোরতার সাথে বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণ করছি। বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থান, আবাসিক হল, মেইন গেট, পকেট গেটসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘ঈদ মানে আনন্দ। ইবি পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা যখন যুবক বয়সে ছিলাম তখন ঈদের আনন্দ উপলব্ধি করেছি। তবে এখন দায়িত্বের কারণে ওইভাবে সুযোগ হয়ে ওঠে না। তবে এবার দুই ছেলে দেশে এসেছে। ক্যাম্পাসে নিজের পরিবার এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে ক্যাম্পাসে ঈদ করব এটাও অনেক আনন্দের।’
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।