• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৩৯    ঢাকা সময়: ২১:৩৯
ঈদ আয়োজন

প্রথম দিন ছোট পর্দায় যা থাকছে

  • বিনোদন       
  • ১৭ জুন, ২০২৪       
  • ৫৪
  •       
  • A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Undefined offset: 1

    Filename: public/news_details.php

    Line Number: 60

    Backtrace:

    File: /home/teamdjango/public_html/deshkontho.com/application/views/public/news_details.php
    Line: 60
    Function: _error_handler

    File: /home/teamdjango/public_html/deshkontho.com/application/controllers/Public_view.php
    Line: 72
    Function: view

    File: /home/teamdjango/public_html/deshkontho.com/index.php
    Line: 315
    Function: require_once

দেশকন্ঠ অনলাইন : ঈদুল আজহা উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। আসুন জেনে নেওয়া যাক আজ ঈদের প্রথম দিন কী থাকছে ছোট পর্দার আয়োজনে—

বিটিভি
বেলা ১২টা ২০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অভিনয়ে সিয়াম আহমেদ, পরী মণি, আবুল কালাম আজাদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। বিকেল ৩টা ৪৫ মিনিটে থাকছে নৃত্যানুষ্ঠান ‘ধরা তরু ও কাব্য’। বিকেল ৪টা ১০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘লোক আনন্দ’। সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস (পর্ব-১)’। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘মধুযাত্রা’। রাত ৯ টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ (পর্ব-১)’। রাত ১০টা ২০ মিনিটে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।

এটিএন বাংলা
নাটক : কাজল চোখের মেয়ে (রাত ৭টা ৪৫ মিনিট) : পরিচালনা মারুফ হোসেন সজীব। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা। নাটক : ব্যবহার বিভ্রাট (রাত ৮টা ৪৫ মিনিট) : রচনা ও পরিচালনা হানিফ সংকেত। অভিনয়ে ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, মেঘলা সুহাসিনী টুপুর, আইনুন নাহার পুতুল।টেলিছবি : পুরান চাল ভাতে বাড়ে (রাত ১১টা ৩০ মিনিট) : পরিচালনা মইদুল রাকিব। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

চ্যানেল আই
নাটক ‘চাঁদের হাট’। রচনা ও পরিচালনায় কে এম সোহাগ রানা।  অভিনয়ে তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, মনিরা মিঠু, ডা. এজাজ প্রমুখ। প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে। নাটক ‘কদম’। রাবেয়া খাতুনের গল্পে এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে সৈয়দ জামান শাওন, তানিয়া বৃষ্টি, আবুল হায়াত। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

এনটিভি
সকাল ৮টায় প্রচার হবে বাংলায় ডাবিংকৃত শিশুতোষ সিরিজ ‘জিনি ফ্যামিলি’। সকাল ৯টায় নাটক ‘প্যানিক হাজব্যান্ড’। পরিচালনায় এস আর মজুমদার রিংকু। অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরী। সকাল ১০টা ৫ মিনিটে দেখা যাবে বাংলা ছায়াছবি ‘গলুই’। পরিচালনায় এস এ হক অলিক। অভিনয়ে শাকিব খান, পূজা চেরী, সুচরিতা, সুব্রত, আলীরাজ, আজিজুল হাকিম, সমু চৌধুরী প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বকুলের লটারি’। পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে সোহেল মন্ডল, সামিরা খান মাহি, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে থাকছে ছায়াছবি ‘নবাব’। পরিচালনায় জয়দেব মুখার্জি। অভিনয়ে শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘গুড বাই’। পরিচালনায় শহীদ উন নবী। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সাফা কবীর, রকি খান, শিল্পী সরকার অপু প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে নাটক ‘লেগুনা প্রেম’। পরিচালনায় হাসান রেজাউল। অভিনয়ে সৈয়দ জামান শাওন, সাদিয়া আয়মান, আশরাফুল আশীষ, দোলা প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘গ্রামের ভাইরাল বউ’। পরিচালনায় তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, হান্নান শেলী, শেলী আহসান প্রমুখ।

বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বৈশাখীর সকালের গান। গাইবেন কণ্ঠশিল্পী প্রিয়াংকা বিশ্বাস। সকাল ৯টায় নাটক ‘বধু কোন আলো লাগলো চোখে’। অভিনয় করেছেন তানজিকা আমিন, রহমতউল্লাহ, ইশতিয়াক আহমেদ রুমেল, মাসুম কামাল প্রমুখ। পরিচালনায় আল হাজেন। সকাল ১০টায় প্রচার হবে নাটক ‘সেইম সেইম বাট ডিফরেন্ট’। অভিনয়ে মোশাররফ করিম, শাকিলা পারভীন, প্রণব সরকার অপু প্রমুখ। পরিচালনায় মেহেদী রনি। রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ধরা’। অভিনয় করেছেন মোশাররফ করিম, তাসনুভা তিশা, আমিন আজাদ, সাদিয়া ইসলাম প্রমুখ। পরিচালনায় হামেদ হাসান নোমান। রাত ৯টা ৫০ মিনিটে নাটক ‘প্রেম পরীক্ষা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, বড়দা মিঠু, শামীমা নাজনীন প্রমুখ। পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘কোরবানির বিরাট হাট’। অভিনয়ে আজিজুল হাকিম, মীর সাব্বির, দিলারা জামান, রাশেদ মামুন অপু, এসএ হক অলিক, বিনয় ভদ্র, স্নিগ্ধা, লাজুক প্রমুখ। পরিচালনা করেছেন এসএ হক অলিক।

মাছরাঙা টিভি
সকাল সাড়ে ৯টায় কার্টুন সিরিজ ‘ভীর দ্য রোবট বয়’। দুপুর ২টা ১০ মিনিটে চলচ্চিত্র ‘লোকাল’। অভিনয়ে আদর আজাদ, শবনম বুবলী। পরিচালক সাইফ চন্দন। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘ভালোবাসি তবুও’। অভিনয়ে তৌসিফ, তানজিন তিশা। রাত ৮টায় নাটক ‘মেঘদল’। অভিনয় করেছন খায়রুল বাসার, তটিনী। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘মিস্টার মোতালেব’। অভিনয়ে মোশাররফ করিম, এনিলা তানজুম। রাত ১১টা ৩০ মিনিটে নাটক ‘লাভ রেইন’। অভিনয়ে তৌসিফ, নাজনীন নিহা।

আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে আরটিভির পর্দায় দেখা যাবে বাংলা ছায়াছবি ‘ভালোবাসা আজকাল’। অভিনয়ে শাকিব খান, মাহিয়া মাহি প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে রয়েছে আরেকটি সিনেমা, নাম ‘নবাব’। অভিনয়ে শাকিব খান, শুভশ্রী। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘জীবন আপনার রিস্ক আমার’। পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘কোরবানি পরিবহন’। রচনা জুয়েল এলিন। পরিচালনায় জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘প্রিয় শ্বশুর আব্বা’। পরিচালনায় শাহনেওয়াজ সজীব। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। রাত ১১টায় থাকছে নাটক ‘ত্রিভুজ’। পরিচালনায় রোকেয়া প্রাচী। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সামিরা খান মাহি।

বাংলাভিশন
টেলিছবি : উটের মাংস (দুপুর ২টা ১০ মিনিট) : রচনা ও পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, অনিক। নাটক : খুঁজছি তোমায় (বিকেল ৫টা ২৫ মিনিট) : পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে মুশফিক আর ফারহান, তানিয়া বৃষ্টি। নাটক : বিএমডব্লিউয়ের ড্রাইভার (রাত ৭টা ৪৫ মিনিট) : পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি। নাটক : বউ একটা প্যারা (রাত ৯টা ২৫ মিনিট) : রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরী। নাটক : শীতল (রাত ১০টা ৪০ মিনিট) : রচনা ও পরিচালনা অনন্য ইমন। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক : জামাই নাম্বার ওয়ান (রাত ১১টা ৩৫ মিনিট) : পরিচালনা রুলীন রহমান। অভিনয়ে মোশাররফ করিম, সামিরা মাহি।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।