• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:৫৯    ঢাকা সময়: ১৮:৫৯

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ আবেদন শেষ ৩০ জুন

  • শিক্ষা       
  • ১৮ জুন, ২০২৪       
  • ৫৭
  •       
  • ০০:২৫:০৬

দেশকন্ঠ অনলাইন : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, UPenn বা Penn নামেও পরিচিত।  বিশ্ববিদ্যালয়টি ১৭৪০ খ্রিষ্টাব্দে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের জন্য দুই বছর মেয়াদে স্নাতকোত্তর প্রোগ্রামে  স্কলারশিপ দেয়। ‘পেন জিএসই’ স্কলারশিপের আওতায় মেধার ভিত্তিতে এ স্কলারশিপ দেয়।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীদের জন্য আবেদনের শেষ সময় ৩০ জুন।

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে ৪টি স্নাতক স্কুল এবং ১২টি স্নাতকের পাশাপাশি পেশাদার স্কুল রয়েছে। একটি বেসরকারি আইভি লিগ প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়টিতে একটি মেডিকেল স্কুল এবং একটি বি-স্কুল আছে। বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ১৩ শতাংশ বিদেশি শিক্ষার্থী। বিদেশি শিক্ষার্থীদের জন্য অনেক আর্থিক সাহায্য করে বিশ্ববিদ্যালয়টি। কর্ম-অধ্যয়ন প্রোগ্রাম এবং খণ্ডকালীন চাকরির জন্য বিদেশি শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারেন।

সুযোগ-সুবিধা

    নির্বাচিত শিক্ষার্থীরা ১০ হাজার পাউন্ড পাবেন; (১ পাউন্ড সমান ১৪৮ টাকা ৮২ পয়সা ধরলে ১০,০০০ পাউন্ডে ১৪ লাখ ৮৮ হাজার ২৪৬ টাকা, সোমবার, ১৭ জুনের হিসাবে)। বিশ্ববিদ্যালয়টিতে আগত প্রায় ৭৫ ভাগ শিক্ষার্থীকে বিভিন্ন বৃত্তি প্রদান করা হয়।

আবেদনের মাপকাঠি

    তকে ভালো ফলধারী হতে হবে;
    সংশ্লিষ্ট বিষয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;
    আইইএলটিএস অথবা টোয়েফল স্কোর প্রদান করতে হবে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।