• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১০:৫৪    ঢাকা সময়: ২০:৫৪

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

বিদায় হে মোর বাতায়ন পাশে গুবাক তরুর সাড়ি আমার নিশীথ রাতেরও সাথি—
 
বাদই হয়ে গেল পাকিস্তান। ইংরেজিতে একটি কথা আছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ; মানে ভাগ্য সাহসীদের সাথেই থাকে। টি-২০ তে তাইই হল। নিউজিল্যান্ডর পর এবার বাদ হল পাকিস্তান। পর পর দুই রাজার মৃত্যু। শুক্রবার ফ্লোরিডার লাউডারডেলে যুক্তরাষ্ট্র আর আয়ারল্যান্ডের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। দুই দল এক পয়েন্ট করে পায়। এতে যুক্তরাষ্ট্রের পয়েন্ট হয় পাঁচ। পাকিস্তান শুরুর দুই খেলা যুক্তরাষ্ট্র আর ভারতের কাছে হেরে এখন দুটো খেলা জিতলেও হবে চার পয়েন্ট এবং এ গ্রুপ থেকে পরের রাউন্ডে গেল ভারত আর যুক্তরাষ্ট্র। প্রবল বৃষ্টিতে খেলা হয়ই নাই। এই বরুন দেব বাবর আযমদের কফিনে শেষ পেরেকটি মেপে দিল।
 
উপমহাদেশের শুধু ভারত, বাংলাদেশ আছে। বাবর আযমদের পরাজয়ের মূল কারণ তারা কখনই দলীয়ভাবে সংঘবদ্ধ হতে পারে নাই। যুক্তরাষ্ট্রের সাথে সুপার ওভারে তিনটি নোবল দিয়ে যে দল ১৯ রান দেয়; তাদের কচু গাছের সাথে ফাসি দেয়াই দরকার। মাঠের আগে পেভেলিয়নের শৃঙ্খলা না আনতে পারলে পাকিস্তানের এ চিত্র বহু বহুবার দেখতে হবে।
 
লেখক : জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ী জাতীয় হকি দল অধিনায়ক ও কলামিস্ট

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।