• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৩:৩৫    ঢাকা সময়: ২৩:৩৫

নোয়াখালীতে আঞ্চলিক গান নিয়ে সংগীতানুষ্ঠান

  • বিনোদন       
  • ২০ জুন, ২০২৪       
  • ৫৩
  •       
  • ০০:৫০:০৯

দেশকন্ঠ অনলাইন : নোয়াখালীতে 'আংগো বাড়ি নোয়াখালী, রয়েল ডিস্ট্রিক্ট ভাই' এই জনপ্রিয় আঞ্চলিক গানের মধ্য দিয়ে বুধবার রাত আটটা থেকে গভীর রাত পর্যন্ত চলে এ সংগীতানুষ্ঠান। অধ্যাপক হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে হাশেম পরিবারের শিল্পী ও স্থানীয় শিল্পীদের গানে গানে মুখরিত হয় অনুষ্ঠানটি।

এছাড়া অধ্যাপক হাশেমের স্মরণে তার রচয়িত অনেক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। গানে গানে আড্ডায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

অধ্যাপক হাশেম ফাউন্ডেশনের সহ-সভাপতি ওস্তাদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক হাশেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তফা মনওয়ার সুজন, নোয়াখালীর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সিনিয়র সাংবাদিক সানজিদা সুলতানা, রায়হান কায়সার শাওন, আবু রায়হান সরকার, রাবেয়া আক্তার আঁখি, নিলীমা দে, মেহবুবা কামাল প্রমুখ। এছাড়াও স্থানীয় শিল্পী ও হাশেম ফাউন্ডেশন এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত অধ্যাপক হাশেম প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার ছিলেন। তার গান রেডিও টেলিভিশনে ব্যাপক প্রচারিত হয়েছিল এবং দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করে। এই গুণী ব্যক্তি নোয়াখালীর আঞ্চলিক গানের মধ্য দিয়ে নোয়াখালীর শিল্প সংস্কৃতিকে দেশ-বিদেশে তুলে ধরেছেন।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।