• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:৪৫    ঢাকা সময়: ২২:৪৫

নিজের বিয়ের দায়িত্ব যাদের ওপর ছাড়লেন মোনালিসা

  • বিনোদন       
  • ২৩ জুন, ২০২৪       
  • ৫৭
  •       
  • ০০:২৫:৫১

দেশকন্ঠ অনলাইন : মোজেজা আশরাফ মোনালিসা। আগামী অক্টোবরে বয়স ৪০ বছর হতে চলেছে তার। এক সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে তিনি। যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশে ফিরেছেন মোনালিসা। এরই মাঝে কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে। যেখানে বারবার নিজের ব্যক্তিগত জীবন নিয়েই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় ফের কবে বিয়ে করছেন? জবাবে মোনালিসা বলেন, আমি ভেবেছি এই পুরো দায়িত্বটা দর্শকদের ওপর ছেড়ে দেব। তারাই সবকিছু নির্ধারণ করবে এটাই ভালো হবে।

শুধু বিয়ে নয়, কথা হয়েছে তার রূপ এবং তারুণ্যের রহস্য নিয়েও। বিষয়টি নিয়ে তিনি বলেন, রূপ এবং তারুণ্যের রহস্য হচ্ছে দর্শকদের ভালোবাসা। কারণ, দর্শকেরা চান না আমার বয়স হয়ে যাক, বুড়ো হয়ে যাই। এ কারণেই আমার বয়স বাড়ছে না।

এর আগে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মনের মতো কাউকে পেলেই আবার বিয়ে করবেন তিনি।

মোনালিসার কথায়, ‘সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোনো চিন্তা নেই, ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকে নিয়েই ব্যস্ত থাকা যায়, খারাপ লাগছে না। এখন ডাবল হতে গেলে অনেক কিছু চিন্তাভাবনা, অনেক কিছু ব্যাপার আছে।’

দর্শকদের জন্য চমক আসছে জানিয়ে তিনি বলেন, ‘দর্শকদের জন্যও ব্যস্ত হয়ে গেছি, অনেকগুলো পরিকল্পনা চলছে, দেখি কী হয়।’

প্রসঙ্গত, বিয়ের পর ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউইয়র্ক চলে যান মোনালিসা। সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন।

বিয়ের পর স্বামীকে নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হলেও মোনালিসার সেই সংসার সুখের হয়নি। মাত্র বছরখানেকের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি। এরপর আর নতুন করে সংসার বাঁধেননি মোনালিসা।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।