• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৮:০৯    ঢাকা সময়: ১৮:০৯

হঠাৎ আলোচনায় নোরা ফাতেহির পুরোনো ছবি

  • বিনোদন       
  • ২৫ জুন, ২০২৪       
  • ১০৩
  •       
  • --

দেশকন্ঠ অনলাইন : বলিউডে আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী নোরা ফাতেহি। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরু থেকেই নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। নানা সময়ে কটাক্ষের শিকারও কম হতে হয়নি নোরাকে। কখনো তার নাচ, কখনো তার লুক, কখনো উঠছে প্লাস্টিক সার্জারি প্রসঙ্গ, কখনো আবার পাল্টে যাওয়া শারীরের গড়ন নিয়েও ওঠে প্রশ্ন।

তবে দিন দিন লুক পাল্টে যেতে দেখা গিয়েছে নোরা ফাতেহির ক্ষেত্রে। আর এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন বেশ কয়েকবার।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে এলো তার পুরোনো একটি ছবি। যেটি নোরা ফাতেহির প্রথমদিকের লুক। অনেকেই জানেন, বলিউডের অন্দরমহলে নোরা ফাতেহি ও প্রিন্স নারুলার প্রেম নিত্যদিন চর্চায় থাকে।

এই জুটির একাধিক ছবি থেকে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না তাদের। তবে এই জুটি যতবার একসঙ্গে প্রকাশ্যে এসেছেন, ততবারই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। এবার সামনে এলো তাদেরই এক পুরোনো ছবি।

কয়েক বছর আগেও নোরাকে যেমন দেখাচ্ছিল এখন তার থেকে আকাশপাতাল তফাত। আর তা দেখেই নেটিজেনদের একজন কটাক্ষ করে মন্তব্য করলেন, ‘৩০০ অপারেশনের আগে’ ।

সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার সেই সব পুরোনো ছবি থেকে ভিডিও যখন মাঝে মধ্যেই সামনে উঠে আসে, তখনই নেটদুনিয়াতে অনুরাগীদের মাঝে কটাক্ষের শিকার হতে হয়।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।