• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:২২    ঢাকা সময়: ১৭:২২

ফের বাড়লো গবির সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা

  • শিক্ষা       
  • ০২ জুলাই, ২০২৪       
  • ৭০
  •       
  • ০২:৩১:০৫

দেশকন্ঠ অনলাইন : গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) চতুর্থ সমাবর্তন-২০২৪ এ অংশ নিতে দ্বিতীয় দফায় নিবন্ধনের সুযোগ দিয়েছে প্রশাসন। নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ১ আগষ্ট পর্যন্ত করা হয়েছে। তবে এখনও সমাবর্তনের দিন ধার্য হয়নি।

মঙ্গলবার (২ জুলাই) উপাচার্যের সভা কক্ষে সমাবর্তন কমিটির উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনিক সূত্রে জানা যায়, চতুর্থ সমাবর্তন-২০২৪ এ অংশ নিতে এখন পর্যন্ত নয় শতাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন।

হিসাব মতে, স্নাতক পর্যায়ের ৫ হাজার ৫৫৪ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ৫৪৮ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে সুযোগ পাবেন কালো গাউন ও টুপি পরিধান করে শিক্ষা জীবনের সবশেষ স্মৃতিটুকু উপভোগ করার। এ সমাবর্তনে এমবিবিএস ও বিডিএসসহ প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, অনেক শিক্ষার্থী সমাবর্তনে নিবন্ধন করছেন। সে বিষয়টি লক্ষ্য করেই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে পরবর্তীতে আবারও সময় না বাড়ানোর সম্ভাবনা বেশি। কেননা খুব দ্রুতই রাষ্ট্রপতি কর্তৃক সমাবর্তনের তারিখ পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।

এছাড়া ফি সংক্রান্ত বিষয়ে তিনি আরও বলেন, ২০১০ সালে ৫ হাজার টাকা ছিল, সেটা বাড়িয়ে এবার ৬ হাজার টাকা হওয়াটা যুক্তিসঙ্গত। সমাবর্তনের ফি কমানো হবে না।

উল্লেখ্য, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য সমাবর্তনের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী অক্টোবরেই চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত তারিখেই সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।