• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৮:১২    ঢাকা সময়: ১৮:১২

‘দেশভাগ নিয়ে কথা বলতেন না সুচিত্রা সেন’

  • বিনোদন       
  • ০৬ জুলাই, ২০২৪       
  • ১৬৭
  •       
  • --

দেশকন্ঠ অনলাইন : টলিউড অভিনেত্রী রাইমা সেনের একটি পরিচয় হচ্ছে তিনি মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি। সুচিত্রা সেন দেশভাগ দেখেছেন আর রাইমা সেন দেশভাগ নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করছেন।

টলিউডে দেশভাগ নিয়ে সিনেমা নির্মাণ করেছেন বিজয় ইয়ালকান্তি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। পরিচালক জানিয়েছেন, দেশভাগের অপ্রকাশিত ঘটনাগুলো দেখা যাবে এই সিনেমাতে। সিনেমার নাম ‘মা কালি’।

রাইমা সেনের নানি মহানায়িকা সুচিত্রা সেন বাংলাদেশের মেয়ে। দেশভাগের ফলে পরিবারের সঙ্গে চলে গিয়েছিলেন ভারতে। পরবর্তীতে হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা। পারিবারিক সূত্রে এই মহানায়িকার কাছাকাছি থাকার সুযোগ পেয়েছেন রাইমা সেন। সুচিত্রা সেন তার জন্মভূমি বা দেশভাগ নিয়ে কোনো গল্প শোনাতেন কি না— এই প্রশ্ন করা হয়েছিল রাইমাকে।

রাইমা সেন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমা কিংবা অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা হতো। কিন্তু কখনো পূর্ববঙ্গ বা দেশভাগ নিয়ে তিনি কিছুই বলতেন না।

রাইমা গণমাধ্যমকে আরও জানিয়েছেন, মা কালি সিনেমাতে অভিনয় করতে গিয়ে তিনি দেশভাগ সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পেরেছেন। এই সিনেমার চিত্রনাট্যে পড়ে নাকি কেঁদেও ফেলেছিলেন এই নায়িকা।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।