• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৬:০৫    ঢাকা সময়: ১৬:০৫

আসছে ‘গবেট’ যুক্ত হলেন আরজু-শিরিন

  • বিনোদন       
  • ০৯ জুলাই, ২০২৪       
  • ১৩৩
  •       
  • --

দেশকন্ঠ অনলাইন : চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা ‘গবেট’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বেঙ্গল আই মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ও দেবাশীষ সরকার পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন আরজু।

৮ জুলাই সিনেমাটিতে যুক্ত হন জানিয়ে  আরজু বলেন, গবেট চরিত্রটি এমন একটি চরিত্র যা যুগ যুগ সিনেমাপ্রেমী দর্শকের হৃদয়ে বেঁচে থাকবে। এমন একটি চরিত্র পেয়ে খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে আমার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রুখে দাঁড়াও’ সিনেমার পরিচালক দেবাশীষ দা'র মতো সিনিয়র ডিরেক্টরের সাথে আরেকটি কাজে যুক্ত হলাম বলে। আশাকরি, দর্শক ভিন্ন কিছু পাবেন।  

বেঙ্গল আই মাল্টিমিডিয়ার কর্ণধার একেএম গোলাম সারওয়ার জানান, আগস্টের প্রথম সপ্তাহে সিনেমাটির ক্যামেরা ওপেন হবে। ঢাকা, গাজীপুর ও কক্সবাজারে হবে শুটিং। আরজু-শিরিন শিলা ছাড়াও অন্যান্য চরিত্রের অভিনয় করবেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আহমেদ শরীফ, বড়দা মিঠু প্রমুখ।
 
‘গবেট’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। এতে পাঁচটি গান থাকছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আগুন, কনা, আকাশ সেন, বেলাল খান, কোনাল, ঐশী, জেফার, এসকে সাগর শান।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।