দেশকন্ঠ অনলাইন : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ আগস্ট এবং আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৪।
ইস্ট-ওয়েস্ট সেন্টার গ্রাজুয়েট ডিগ্রি ফেলোশিপ’ এর অধীনে দেয়া এ স্কলারশিপের অর্থায়ন করবে এডিবি। শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হবে না কোনো আবেদন ফি।
স্কলারশিপের সুবিধাসমূহ:
* স্নাতকোত্তর ডিগ্রি এবং ডক্টরাল ডিগ্রির জন্য পূর্ণকালীন টিউশন ফি প্রদান।
* নিজস্ব (ইস্ট-ওয়েস্ট সেন্টারে) আবাসন ব্যবস্থা।
* খাদ্য এবং আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য থাকবে একটি আংশিক উপবৃত্তি।
* বই এবং অন্যান্য শিক্ষা উপকরণ ক্রয় ও সরবরাহের জন্য দেয়া হবে ভাতা।
* স্বাস্থ্য বীমা কভারেজের জন্য থাকবে ভর্তুকি।
যোগ্যতা:
* উচ্চতর একাডেমিক রেকর্ডসহ স্নাতক বা তার সমতুল্য ডিগ্রি।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
* প্রোগ্রামটি শেষ করে দেশে ফিরে যেতে সম্মত থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন- https://shorturl.at/Im5UN
দেশকন্ঠ//
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।