• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৮:১৭    ঢাকা সময়: ০৪:১৭

আদা চা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

দেশকন্ঠ অনলাইন : রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন আদা খান। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এ ছাড়া আপনার রক্তনালি পরিষ্কার রাখতে সাহায্য করবে আদা চা। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আদায় প্রচুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। তাই আদা চা খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।

আদা চা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায়, তেমনই আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। প্রত্যেকটি রান্নাঘরেই আদা কিন্তু মসলা হিসেবে ব্যবহার করা হয়। এটি যে শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করে, তা নয়। এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। আদা শরীর সুস্থ রাখার পাশাপাশি গ্যাস-অম্বলের সমস্যাও দূর করতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন আদা চা খান তাহলে আপনার শরীর ভালো থাকবে। আপনি সুস্থ থাকবেন।

জেনে নিন আদা চায়ের উপকারিতা আদা চা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে। এ ছাড়া আদা চা খেলে পেট ফুলে যাওয়ার সমস্যা থাকে না। আদা চা খেলে আপনার খুব ভালো খাবার হজম হয়। হার্টঅ্যাটাকের ঝুঁকি কম থাকে। আদা চায়ে প্রচুর পরিমাণে জিঞ্জেরল থাকে, যা আপনার হার্ট ভালো রাখতে সাহায্য করে। এমনকি হার্টঅ্যাটাকের ঝুঁকি কমানোর সাহায্য করে আদা। কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রতিদিন আদা চা পান করুন।

এ ছাড়া সর্দি-কাশি কমাতে আদা চায়ের জুড়ি মেলা ভার। বার্ধক্য রোধ করতে আদায় প্রচুর পরিমাণে মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। এ ছাড়া থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বক উজ্জ্বল ও ভালো রাখতে আদা চা খান। অকাল বার্ধক্য রোধ করতে, ব্রণ কমাতে প্রতিদিন পান করুন আদা চা।

বমি বমি ভাব দূর করতে আদা চায়ের জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে জিঞ্জেরল থাকে। তাই আজ থেকেই আদা চা খাওয়া শুরু করুন। ফোলা ভাব কমে যাবে আদা চায়ে। তাই আপনি যদি প্রতিদিন আদা চা খান তাহলে যে কোনো ব্যথা ও ফোলা ভাব কমে যাবে। এমনকি হাড়ের ব্যথা থাকলে তাতেও দ্রুত কমবে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।