• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:২৯    ঢাকা সময়: ২২:২৯

অলোকানন্দার ‘নতুন শুরু’

  • বিনোদন       
  • ২৭ জুলাই, ২০২৪       
  • ১২৩
  •       
  • --

দেশকন্ঠ অনলাইন : অভিনেতা সায়ক চক্রবর্তী এবং অলোকানন্দা গুহর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে সদ্য বিবাহিত দম্পতি। ধুতি আর পাঞ্জাবিতে সেজেছেন সায়ক। সিঁথিতে সিঁদুর শোভা পাচ্ছে অলোকানন্দার। তার মুখে চওড়া আর লাজুক হাসি। লাল পাড়ের শাড়িতে বউ সেজেছেন অলোকানন্দা। দুজনের গলায় গাজরা ফুলের বড় মালা। সায়কের বুকে পরম সুখে মাথা ঠেকিয়েছেন অলোকানন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করেছেন প্রযোজক রানা। ক্যাপশনে লিখেছেন ‘নতুন শুরু’। সায়কের সঙ্গে অলোকানন্দাকে এভাবে দেখে নেটিজেনদের প্রশ্ন, ভাঙছে কি অলোকানন্দা আর পরিচালক মনোজিৎ মজুমদারের ঘর?

এ নিয়ে প্রযোজক রানা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি মিউজিক ভিডিও প্রযোজনা করছেন তিনি। রবীন্দ্রনাথের জনপ্রিয় গান ‘তোমার অসীমে প্রাণমন লয়ে।’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচি। এই গানের ভিডিওতে দেখা যাবে সায়ক-অলোকানন্দাকে। পর্দায় ওদের বিয়ে দেখানো হবে। ৮ অগস্ট গানের ভিডিও প্রকাশ করা হবে।
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।