• বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২৩:৩৪    ঢাকা সময়: ০৯:৩৪

তুরস্কের প্রেসিডেন্ট ও সোমালি প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

দেশকন্ঠ অনলাইন : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ সোমবার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তুর্কিয়ের যোগাযোগ অধিদপ্তর একথা জানিয়েছে।
 
যোগাযোগ অফিস এক্স-এ এক বিবৃতিতে বলেছে, ‘দুই নেতার বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান সোমালিয়ার আঞ্চলিক অখ-তা এবং ঐক্যের প্রতি তুরকি যে গুরুত্ব দেয় তা প্রকাশ করেছেন।’

এরদোয়ান বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোমালিয়ার লড়াইয়ের প্রতি সমর্থন অব্যাহত থাকবে এবং তুর্কিয়ে সোমালিয়া ও ইথিওপিয়ার মধ্যে বিরোধ সমাধানে মধ্যস্থতার প্রচেষ্টা বজায় রাখবে।

১ জানুয়ারি সোমালিল্যান্ডের বিচ্ছিন্ন অঞ্চলের সাথে ইথিওপিয়া একটি বন্দর চুক্তি করার পর থেকে উভয়ের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বিশেষ করে শক্তি ও প্রতিরক্ষা আরও অগ্রসর হবে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।