• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:১৮    ঢাকা সময়: ২২:১৮

দলে সুযোগ পেয়ে মহাখুশি জাকের

পথরেখা/দেশকণ্ঠ/ অনলাইন : ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিক। প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পেয়ে খুশি জাকের। একাদশে সুযোগ পেলে সেরা পারফরমেন্স করাই মূল লক্ষ্য তার। সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজের দল থেকে একটি পরিবর্তন এনে১২ সেপ্টেম্বর ভারত সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি আক্রান্ত শরিফুল ইসলামের জায়গায় প্রথমবারের মত দলে সুযোগ পান জাকের। ভারতের স্পিন সহায়ক উইকেট বিবেচনা করে অতিরিক্ত ব্যাটার নেওয়ার পরিকল্পনায় জাকেরকে দলে হয়েছে। এ ছাড়াও প্রথম শ্রেনির ক্রিকেটে জাকেরের পারফরমেন্সও বেশ ভালো। ৪৯ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে ২৮৬২ রান করেছেন তিনি। গত মাসে পাকিস্তান সফরে বাংলাদেশ-এ দলের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান জাকের। ১৭টি চার ও ৫টি ছক্কায় ২৮৬ বলে ১৭২ রানের ইনিংসও খেলেন এই ডান-হাতি ব্যাটার।
 
টেস্ট দলে সুযোগ পেয়ে খুশি জাকের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের জাকের বলেন, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। তাই দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। ২০১৭ সাল থেকে আমি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি।’ একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান জাকের, ‘দলে যেহেতু নির্বাচিত হয়েছি, তারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, সেরা পারফরমেন্স করা।’
 
সদ্যই পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়  ভারত সিরিজে সহায়ক  বলে মনে করেন জাকের। তিনি বলেন, ‘যেহেতু সর্বশেষ সিরিজটা খুব ভালো হয়েছে, তাই আত্মবিশ্বাস অবশ্যই থাকবে। আমার মনে হয়, দল হিসেবে আগে কখনো যা করতে পারিনি, এই বছর আমাদের সেটা করার চেষ্টা থাকবে। তবে ভারত সিরিজকে চ্যালেঞ্জিং মনে করেন জাকের। এজন্য দলের ব্যাটারদের ভালো করতে হবে বলে জানান তিনি, ‘চ্যালেঞ্জ সব দিক দিয়ে থাকবে। তাদের ব্যাটিং লাইনআপও অনেক ভালো। আমরা যদি ব্যাটিং বিভাগ হিসেবে ভালো করতে পারি। সর্বশেষ দুইটা টেস্ট যদি দেখেন, আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিং ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিং নিয়েই। ব্যাটিং যখন খারাপ হয়, আমরা হেরে যাই। বোলাররা বেশিরভাগ সময় সাপোর্ট করে। আমরা ব্যাটিংটা যদি ভালো করতে পারি, আমাদের জন্য খুবই ভালো হবে। তিনি আরও বলেন, ‘ভারতকে নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে। নিজেরাও পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবো। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে।’
 
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর থেকে কানুপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও ভারত।
পথরেখা/দেশকণ্ঠ/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।