• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৯:৩৪    ঢাকা সময়: ১৯:৩৪

ঐশ্বর্যার ছায়াসঙ্গী ১২ বছরের আরাধ্যা

দেশকণ্ঠ অনলাইন : অভিষেক ও ঐশ্বর্যা রাই বচ্চনের কন্যা আরাধ্যা গত বছর ১৬ নভেম্বর ১২বছরে পা দিয়েছে। জন্মের পর থেকেই আরাধ্যাকে নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। তবে মা ঐশ্বর্যা এবং বাবা অভিষেক একটা সময় পর্যন্ত মেয়েকে ক্যামেরার আড়ালে রাখার চেষ্টা করেন। বচ্চন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে তাই তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই। সন্তানের ব্যক্তিগত জীবন কখনও তেমন ভাবে প্রকাশ্যে আসতে দেননি অভিষেক, ঐশ্বর্যার কেউই। দাদু-ঠাকুমারও চোখের মণি আরাধ্যা। জয়া বচ্চনের সঙ্গে আরাধ্যাকে তেমন দেখতে পাওয়া না গেলেও, অমিতাভের সঙ্গে বেশ কয়েক বার দেখা গিয়েছে আরাধ্যাকে। তবে আরাধ্যা যত বড় হয়েছে ততই যেন ঐশ্বর্যার ছায়াসঙ্গী হয়ে উঠেছে। তবে জানেন মেয়ের নাম নির্ধারণ করতে প্রায় চার মাস সময় লেগেছিল বচ্চন দম্পতির!
 
জন্মের পর থেকেই মেয়েকে আগলে রেখেছেন ঐশ্বর্যা। প্রকাশ্যে সব সময় মেয়ের হাত ধরেই থাকেন। বাড়িতেও তাঁর সঙ্গেই মেয়ের সমীকরণ সবচেয়ে ভাল। এই মুহূর্তে কৈশোরের দিকে এগোচ্ছে সে। তই ব্যস্ততা থাকলেও মেয়েকে সময় দেওয়াই প্রধান ঐশ্বর্যার জীবনে। সেই অনুযায়ী মেয়ের জন্মের পর থেকেই কাজের পরিমাণ বেশ খানিকটা কমিয়ে দিয়েছেন নায়িকা। মেয়ের নামকরণ করতেই প্রায় চার মাস সময় নেন অভিষক-ঐশ্বর্যা। যদিও মেয়ের জন্মের আগে থেকেই আরাধ্যা নামটা বেছে রেখেছিলেন বচ্চন দম্পতি। পরিবারের বাকি সদস্যরা সহমত কি না সেই অপেক্ষায় ছিলেন দম্পতি। অতীতের এক সাক্ষাৎকারে ঐশ্বর্যা জানান, মেয়ের জন্মের পর থেকে দম ফেলার ফুরসত ছিল না তাঁর। কী ভাবে চার মাস পেরিয়ে গিয়েছে বুঝেই উঠতে পারেননি।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।