• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:১২    ঢাকা সময়: ০৮:১২

সুদানের মধ্যাঞ্চলে আধা-সামরিক বাহিনীর হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত

দেশকণ্ঠ অনলাইন : সুদানের মধ্যাঞ্চলীয় একটি গ্রামে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় রোববার কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর সিনহুয়ার। বেসরকারি গ্রুপ আবু গৌতা প্রতিরোধ কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের ‘গেজিরা রাজ্যের আবু গৌতা এলাকার গৌজ আল-নাকা গ্রামে আরএসএফের হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।’
 
এতে আরো বলা হয়েছে, গ্রামে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে আছে, কারণ ওই হামলার সময় প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনকে  লাশগুলো দাফন করতে ফিরে আসতে বাধা দিচ্ছে আরএসএফ। কমিটি স্থানীয় বাসিন্দাদের গ্রামে প্রবেশ করতে এবং লাশগুলো দাফন করার সুযোগ দিতে সুশীল সমাজের বিভিন্ন সংগঠনকে আরএসএফের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে। আরএসএফ এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
 
সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) রাজ্যের রাজধানী ওয়াদ মাদানি থেকে প্রত্যাহার করার পর আরএসএফ ২০২৩ সালের ডিসেম্বরে গেজিরা রাজ্যের নিয়ন্ত্রণ নেয়। ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানে এসএএফ এবং আরএসএফের মধ্যে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে সংঘর্ষের ফলে দেশটিতে কমপক্ষে ১৬,৬৫০ জন প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।