• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৮:১৫    ঢাকা সময়: ০৪:১৫

‘হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী’

  • বিনোদন       
  • ২২ সেপ্টেম্বর, ২০২৪       
  • ৮৩
  •       
  • ১৬:১৫:৪২

দেশকন্ঠ অনলাইন : নিজেই নিজের ডিভোর্স অ্যানিভার্সারি উদযাপন করলেন চিত্রনায়িকা পরীমণি। সেই উদযাপনে পরী বললেন, আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!

রূপালি পর্দার পরী জানেন, জীবনটা শুধুই স্বপ্ন আর কল্পনা নয়, বাস্তবতাও। মঙ্গলবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসেও সেটিই স্পষ্ট।

পরী লিখেছেন, “আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।
আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।”

পোস্টে রাজকে ভুল মানুষ হিসাবেই আখ্যায়িত করেছেন পরী, তবে এনিয়ে কোনো আক্ষেপ নেই পরীর মনে। কারণ এ সবই জীবনের অংশ। তিনি লিখেছেন, “আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা!  কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!

বলা যায়, জীবন থেকে অনেকটাই শিখেছেন এবং উপলব্ধি করেছেন নায়িকা পরীমণি। তাই এখন অনেকটাই পরিণত তার জীবনবোধ।

ফেসিবুক পোস্টে সবশেষে শুকরিয়া আদায় করে পরী লিখেছেন “আমারা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!”
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।