• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:১২    ঢাকা সময়: ২২:১২

কী কী কারণে হেপাটাইটিসে আক্রান্ত হতে পারেন

  • স্বাস্থ্য       
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৪       
  • ৫৬
  •       
  • ২২:৫২:২০

দেশকন্ঠ অনলাইন : আমরা অনেক সময় না ধুয়ে ফল খাই। বা একটু মুছেই ফল খেয়ে ফেলি। এতে কিন্তু ফলের জীবাণু দূর হয় না। আবার বাইরে থাকলে টং দোকানের পানিতে ধুয়ে ফল পরিষ্কার করার চেষ্টাও করি। কিন্তু জানি না টং দোকানের পানি কতটুকু বিশুদ্ধ।

রেস্তোরাঁয় কোনো ব্যক্তির সঙ্গে খাবার বা পানীয় ভাগ করে খেলেও হেপাটাইটিসে আক্রান্ত হতে পারেন। এই রোগ একজনের মুখ থেকে লালার মাধ্যমে আরেকজনের শরীরে প্রবেশ করতে পারে। দূষিত পানি, দুধ, স্টোর করা অপরিচ্ছন্ন খাবার থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস। এই রোগ শুধু যে খাবারের মাধ্যমে ছড়ায় তা নয়, ‘হেপাটাইটিস এ’ আছে- এমন যেকোন জিনিস ব্যবহারেও সংক্রমিত হতে পারেন।

বাংলাদেশের মানুষ খুব সহজেই হেপাটাইটিসে আক্রান্ত হন। ‘হেপাটাইটিস এ’ ছড়ানোর মাধ্যম হচ্ছে খাবার। খাবার যদি ভালোমতো ধোয়া না হয় বা দূষিত পানি দিয়ে ধোয়া হয় সেই খাবার খেয়ে হতে পারে হেপাটাইটিস রোগ।

চিকিৎসকেরা বলেন, ‘হেপাটাইটিস এ’ যকৃতের সংক্রমণের রোগ। যা হেপাটাইটিস এ ভাইরাসের কারণে হয়। এই রোগের নির্দিষ্ট লক্ষণ নেই। তবে কারও কারও লক্ষণ দেখা দেয়। সেগুলোর মধ্যে সাধারণত দেখা যায়, জন্ডিস, খাদ্যে অরুচি, ক্লান্তিবোধ, দুর্বলতা এবং হাত পায়ের জয়েন্টে ব্যথা।

তথ্যসূত্র: ডয়চে ভেলে
পথরেখা//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।