• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৩:৩৮    ঢাকা সময়: ২৩:৩৮

পূজা দিয়ে বিজয়-পূজার যাত্রা

  • বিনোদন       
  • ০৫ অক্টোবর, ২০২৪       
  • ৩৫
  •       
  • ১৮:১৭:৩২

দেশকন্ঠ অনলাইন : ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা থালাপাতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘থালাপাতি ৬৯’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে। এটি পরিচালনা করছেন এইচ. বিনোত। অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। অবশেষে পূজা দিয়ে যাত্রা শুরু হলো এ সিনেমার।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৪ অক্টোবর শুক্রবার পূজা অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন নির্মাতারা। পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থালাপাতি বিজয়, পূজা হেগড়ে, ববি দেওল, পরিচালক এইচ. বিনোতসহ অনেকে। আগামীকাল থেকে সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরুর কথা রয়েছে।


বিজয়-পূজা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন— মমিতা বাইজু, প্রিয়ামনি, প্রকাশ রাজ প্রমুখ। এটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশনস।

এর আগেও জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন বিজয়-পূজা। সর্বশেষ ‘বিস্ট’ সিনেমায় দেখা যায় এ জুটিকে। সিনেমাটিতে ‘হালামাথি হাবিবি’ শিরোনামের একটি গানে নেচে আলাদা মাত্রা যোগ করেছিলেন তারা। ২০২২ সালে মুক্তি পায় এটি। বক্স অফিসেও দারুণ ঝড় তুলেছিল এটি।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।