• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:২৭    ঢাকা সময়: ২১:২৭

এই উড়োজাহাজে এক ঘণ্টায় লন্ডন-নিউইয়র্ক

দেশকন্ঠ  অনলাইন : উড়োজাহাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যুক্তরাজ্যের লন্ডনে যেতে এখন সময় লাগে সাত ঘণ্টা। আগামীতে মাত্র এক ঘণ্টায় এই পথ পাড়ি দেওয়া যাবে। শুনতে অবাক লাগলেও, ২০২৫ সালে এমন একটি সুপারসনিক উড়োজাহাজের পরীক্ষা চালানো হবে। আমেরিকান প্রতিষ্ঠান ভেনাস অ্যারোস্পেস ও ভেলোন্ট্রার যৌথভাবে এই পরীক্ষা চালাবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।     

এতে বলা হয়, এই জেটটি ঘণ্টায় সাড়ে ৫ হাজার কিলোমিটারের বেশি গতিবেগে চলবে। যা শব্দের গতির চেয়ে ছয়গুণ বেশি। ভিডিআর২ নামের একটি ইঞ্জিন দিয়ে চালিত হবে এই সুপারসনিক উড়োজাহাজ।

সংশ্লিষ্টরা বলছেন, উচ্চগতির এই ফ্লাইট অর্থনীতির পথকে আরও প্রশস্ত করবে। তবে এই হাইপারসনিক জেট সাধারণ উড়োজাহাজের মতো হবে না। সাধারণ উড়োজাহাজের চেয়ে উঁচুতে উড়বে এই হাইপারসনিক জেট। এই যানটিতে উড়োজাহাজ ও রকেট দুটি প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এই জেট মহাকাশে পৌঁছাবে না। তবে সাধারণ উড়োজাহাজের চেয়ে উঁচু দিয়ে যাওয়ায় যাত্রীরা মহাকাশের শ্বাসরুদ্ধকর অন্ধকার দৃশ্যের সাক্ষী হবে।

ভেনাস অ্যারোস্পেসের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু ডুগলবি বলেন, ‘এই ইঞ্জিন হাইপারসনিক অর্থনীতিকে বাস্তবে পরিণত করে। এই বিপ্লব অর্জন করতে আমরা ভেলোন্ট্রার সাথে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত।’
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।