• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৯:২২    ঢাকা সময়: ১৯:২২

স্কুলে ইসরায়েলের হামলা : নিহত ২৮ ফিলিস্তিনি

দেশকন্ঠ অনলাইন : মধ্য গাজায় বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে।রয়টার্স জানিয়েছে, হামলায় আরো অনেক লোক আহত হয়েছিছে। দেইর আল-বালাহ শহরে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার দাবি করেছ, তারা ‘সন্ত্রাসীদের উপর সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। ওই স্কুলে হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল।

হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।চিকিৎসকরা জানিয়েছেন, স্কুলে ইসরায়েলি হামলায় আরো ৫৪ জন আহত হয়েছে।

গাজার উত্তরে ইসরায়েলি বাহিনী ছয় দিন আগে নতুন করে আক্রমণ শুরু করেছে। গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া এবং নিকটবর্তী শহর বেইত হানৌন এবং বেইট লাহিয়াতে সেনা পাঠিয়েছে তারা।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।