• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১০:৪৯    ঢাকা সময়: ২০:৪৯

নদী ভাঙনে বিলিনের পথে পখিরা-কালীনগর সড়ক

দেশকন্ঠ অনলাইন : মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদী নদীর ভাঙনে বিলীনের পথে পখিরা-কালীনগর সড়ক। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে উপজেলা সদরের সঙ্গে  সড়কের আশেপাশের ১০টি গ্রামের মানুষের যোযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

জানা গেছে, অত বৃষ্টিতে সম্প্রতি পালরদী নদীতে পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী বিভিন্ন এলাকা তীব্র ভাঙনের মুখে পড়েছে। এই ভাঙনে পখিরা-কালীনগর সড়কের দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে গেছে।

ভাঙন রোধে এখনই স্থায়ী ব্যবস্থা না নেয়া হলে যেকোনো সময় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ভাঙনে এই স্থানের সড়কটি পালরদী নদীতে বিলীন হলে আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষের যোগাযোগ পুরোপুরি বিছিন্ন হয়ে যাবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত ৩০ বছর ধরে আলীনগর এলাকা নদী ভাঙন কবলিত। এর মধ্যে পখিরা-কালীনগর সড়কটি ভেঙ্গে অনেকখানি বিলিন হয়ে গেছে। বাকিটা বিলিনের পথে। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ব্যবস্থা না নিলে পুরোপুরি ওই সড়কটি নদী গর্ভে চলে যাবে। বিছিন্ন হয়ে যাবে বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয় সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ জানান, ওই সড়কটির অংশ বারবার ভেঙে নদীতে বিলিন হচ্ছে। আর বারবার নামে মাত্র মেরামত হচ্ছে। সড়কটির মেরামতের কাজ মজবুতভাবে করলে আজকে এই অবস্থার সৃষ্টি হতো না।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সানাউল কাদের খান জানান, আমরা কয়েক মাস আগে পখিরা ও আলীনগর ভাঙন এলাকায় জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করেছিলাম। বরাদ্ধ পেলে শিগগিরই আবার ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে।
দেশকন্ঠ//


 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।