• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:৩০    ঢাকা সময়: ১৭:৩০

ইসরায়েলি হামলায় লেবাননে মেয়রসহ পাঁচজন নিহত

দেশকন্ঠ অনলাইন :  ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহ শহরের মেয়রসহ পাঁচজন নিহত হয়েছে বলে স্থানীয় একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী পরিস্থিতিতে ‘ভয়ানক’ বর্ণনা করে বলেছেন শহরটিতে কমপক্ষে নয়বার সহিংস বিমান হামলা হয়েছে হয়েছে ত্রিশ মিনিটের মধ্যে।

ওই প্রত্যক্ষদর্শী শহরটির একজন স্থানীয় ব্যক্তি। তিনি বলেন একটি হামলা হয়েছে সরাসরি নাবাতিয়েহ শহরের মিউনিসিপালিটি ভবনে। শহরের মেয়র সেখানে মানবিক পরিস্থিতি নিয়ে সভায় অংশ নিচ্ছিলেন।

শহরটির ওই অধিবাসী বলছেন তিনি ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন, যেখানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চলছিলো। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় ওই হামলার খবর নিশ্চিত করেছে। তারা প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ওদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ নাবাতিয়েহ শহরে হামলার খবর নিশ্চিত করেছে। তারা বলেছে হেজবুল্লাহর কয়েক ডজন স্থাপনায় ডজনেরও বেশি হামলা হয়েছে এবং হেজবুল্লাহ ব্যবহার করতো এমন ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা হয়েছে।

“যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে আছে সন্ত্রাসীদের অবকাঠামো এলাকা, হেজবুল্লাহ সেন্টার ও অস্ত্র মজুত রাখার জায়গা। এসব জায়গায় বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে”।

এদিকে নাবাতিয়েহ শহরে হামলার নিন্দা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তার অফিস থেকে বলা হয়েছে যে ইচ্ছে করেই মিউনিসিপাল কাউন্সিলের বৈঠককে টার্গেট করে হামলা করেছে ইসরায়েল।
দেশকন্ঠ//


 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।